চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়, ম্যানেজিং এডিটর, দ্য অফনিউজঃ
"মজার দেশের মজার কথা
বলব কত আর,
চোখ খুললে যায় না দেখা
মুদলে পরিষ্কার।"...
"মজার দেশের মজার কথা
বলব কত আর,
চোখ খুললে যায় না দেখা
মুদলে পরিষ্কার।"...
শিশু সাহিত্যিক 'যোগীন্দ্রনাথ সরকার' লিখেছিলেন এই কবিতাটি "মজার মুলক।" সেই মজার দেশে উন্নয়নের চাপে তলিয়ে যাচ্ছি আমরা। তবু তার মধ্যে কিছু আঁকড়ে বাঁচার চেষ্টা। সেই বাঁচার এক মুঠো পরিসর এই পর্ণশ্রী সাহিত্য সম্মেলন।
এটির যাত্রা শুরু হয়েছিল ১৯৯৯ সালের ২১শে ফেব্রুয়ারি। সভাপতি ছিলেন অন্নদাশঙ্কর রায়।
এটি একটি আঞ্চলিক সাহিত্য সম্মেলন,এর উদ্দেশ্য স্থানীয় বা আশেপাশের সমস্ত অঞ্চলে সাহিত্য ও সংস্কৃতি মনস্ক মানুষকে একত্রিত করে তাদের ভাবের আদান-প্রদান ঘটানো। বহু জ্ঞানীগুণী মানুষ এখানে সমবেত হন লেখক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী এবং গৃহবধূরাও সমবেত হন পর্ণশ্রী সাহিত্য সম্মেলনে।
এই সাহিত্য সম্মেলনের সম্পাদক অমরনাথ করণ। তার আন্তরিক প্রচেষ্টায় এই সাহিত্য সম্মেলন তার শাখা-প্রশাখা বিস্তার করেছে বহু দূর দূর পর্যন্ত।
এছাড়াও আছেন প্রখ্যাত চিকিৎসক অশোক কুমার ঘোষ ও অদ্বৈত চরন রায়। দিলীপ মজুমদার, তাপস কুমার ঘোষ, দেবাশীষ মুখার্জী, অমিয় কুমার দাস, শিবপ্রসাদ ব্যানার্জী ইত্যাদি। তিন মাস অন্তর অন্তর সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে নাচ, গান, আবৃত্তি, স্বরচিত পাঠ সবকিছু খুব সুন্দর ভাবে হয়।
গতকাল অর্থাৎ 15ই জুন অনুষ্ঠিত হয় পর্ণশ্রী সাহিত্য সম্মেলন। প্রথমে উদ্বোধনী সংগীত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় তারপর অমরনাথ করন বক্তব্য রাখেন রবীন্দ্র সংগীত এবং নজরুল গীতি সম্পর্কে। এছাড়াও বিশিষ্ট জনেরা ও রবীন্দ্র সংগীত সম্পর্কে তাদের মূল্যবান মতামত রাখেন। শিশু শিল্পী থেকে বর্ষিয়ান শিল্পীরাও অংশগ্রহণ করেন, গান, স্বরচিত, পাঠ ও আবৃত্তিতে। সবশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের আগুনের পরশমনি গানটি সমবেত ভাবে গেয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।
Post A Comment:
0 comments so far,add yours