Old temple
ভবানীপ্রসাদ ভট্টাচার্য্য ফিচার রাইটার দুর্গাপুরঃ রামগড় তাম্রশাসনে ইছাই ঘোষের যে বংশ পরিচয় পাওয়া যায় তাতে উল্লেখিত হয়েছে ' রাঢ়াধিপের ' কথা, এই রাঢ়াধীপ অর্থাৎ রাঢ়ের রাজা হলেন ইছাই ঘোষের প্রপিতামহ শ্রীধূর্ত ঘোষ, তাঁর পৌত্র ধবল ওরফে সোম ঘোষের পুত্র ইশ্বর ওরফে ইছাই ঘোষ , তাঁর মাতা ছিলেন সদ্ভবা! দুর্গাপুর - শিবপুর রাস্তার ধারে দুর্গাপুর স্টেশন থেকে সাত কিঃমিঃ উত্তরে আড়া গ্রাম , এই গ্রামেই ছিল একদা রাঢ়ের রাজধানী এটিই অতীতের রাঢ়াপুরী, খ্রীষ্টীয় একাদশ শতকের মধ্যভাগে কৃষ্ন মিত্র রচিত 'প্রবোধ চন্দ্রোদয়ম্' নাটকে রাঢ়াপুরীর উল্লেখ আছে! গোপবংশজাত এই ধূর্ত ঘোষ প্রবল প্রতাপের দীর্ঘকাল রাজত্ব করেন, কিন্তু বৃদ্ধ বয়সে চান্দেলরাজ ধঙ্গ কর্তৃক আক্রান্ত হ'ন এবং পরাজিত হয়ে রাজ্যচ্যুত হ'ন! রাঢ়াধিপতি হ'ন ধঙ্গ, খাজুরাহর শিলালিপিতে রাঢ়াধিপতি ধঙ্গের উল্লেখ আছে!
পরবর্তীকালে কর্নসেন কে পরাজিত করে ইছাই ঘোষ ঢেঁকুর গড় দখল করেন এবং তাঁর রাজ্যসীমা রাঢ়বঙ্গের বিস্তির্ন এলাকা অন্তর্ভুক্ত হয়, ইছাই ঘোষ কোন কাল্পনিক চরিত্র নয়, তিনি একজন ঐতিহাসিক ব্যক্তি, তিনি কেমল ধর্মমঙ্গল কাব্যের অপ্রতিদ্বন্দ্বী নায়ক নন তাঁর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম! তাঁর ঐতিহাসিক শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছেন বাংলার সংখ্যাগরিষ্ঠ গবেষক ও ঐতিহাসিকগন , কিন্তৃ তাঁর সময়কাল নিয়ে দ্বিমত আছে, কিছু গবেষকের মতে ঢেঁকুরগড়ের সামন্ত রাজা কর্নসেন ছিলেন গৌড়ের রাজা দেব পালের সামন্ত রাজা! তাঁকে পরাজিত করে ইছাই ঘোষ ঢেঁকুর গড় দখল করলে সময় কাল সপ্তম অষ্টম খ্রীষ্টাব্দ, এ প্রসঙ্গে প্রামান্য তথ্যরূপে উপস্হাপিত হয়েছে ১৮৩৩ খ্রীষ্টাব্দে বর্তমান বাংলাদেশের দিনাজপুর জেলার রাণী সঙ্কৈল থানার রামগঞ্জ গ্রামে এক তাম্রলিপি আবিস্কৃত হয়! ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্র এই লিপির পাঠোদ্ধার করবে মন্তব্য করেন, এই " এই তাম্র শাসন খানি বিজয় সেন বা বল্লাল সেনের শাসনের পূর্বের " তাহলে ধরে নিতে হবে এটি সেন শাসনের পূর্বে পাল রাজাদের কোন এক সময়ে লিখিত হয়,এবং ঈশ্বর ঘোষ পাল আমলের এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই।
.......... ( চলবে)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours