Kutir silpo
মিলন গোস্বামী, সাংবাদিক, বীরভূমঃ    দিন দিন বাড়ছে হস্ত শিল্পের কদর পাল্লা দিয়ে বাড়ছে শিল্পীর সংখ্যা। তাই পশ্চিমবঙ্গ সরকার কুটির ও ক্ষুদ্র শিল্প বিভাগ আয়োজন করে কারুশিল্প প্রতিযোগিতার। আর সেই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে সোলা শিল্পের মান বাড়িয়েছেন শিল্পী রতন মালাক। ফলে যে গ্রামে এখন অন্য শিল্পের পাশাপাশি শোলা শিল্প গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেই গ্রামের নামটি রাজনগর। বীরভূমের রাজনগর ব্লকের রাজনগর মালিপাড়া এখন সোলা শিল্পীদের গ্রাম। 
বছরের প্রায় সময় এখানকার শিল্পীরা ব্যস্ত থাকেন শোলা দিয়ে তৈরি নানান কাজ কর্মে ,কখনো শোলা দিয়ে তৈরি হচ্ছে দুর্গার প্রতিমা, কখনো নানান মূর্তি, কখনো বা কাগজ কেটে শোলা দিয়ে বানানো হচ্ছে চাঁদ মালা ,পুজোর ডাকের সাজ,- কম নয় বাজার, তাই শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। যদিও সব সময় পাওয়া যায় না, শোলাবছরের শ্রাবণ শেষে সংগ্রহ করতে হয় সেই সময় যদি কোন শিল্পী আর্থিক সঙ্গতির কারণে সংগ্রহ করতে তা না পারেন তবে বাজার খারাপ হয়, যদিও বর্তমানে মালদহ থেকে প্রচুর পরিমাণে সোলা আমদানি করেন তারা, আর সারা বছর বেঁচে থাকেন কাজের মাঝে, বর্তমানে চাহিদাও প্রচুর। 

তাই আর্থিক সাবলম্বী হবার আশায় বুক বাঁধছেন তারা, সরকারের কাছে দাবি, সরকার আরেকটু পাশে দাঁড়ালে আখেরে লাভ হবে রাজ্যের, ভবিষ্যৎ উজ্জ্বল হবে শিল্পীদের।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours