মাসুদ পথিক, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্র পরিচালক ও কবিঃ
আমি দরিদ্র, আমার তেমন কেনো সম্পদ নেই
কেবল আছে রাত্রির মতো উর্বর জমি
রাত্রিকে কাঁদাকাদা করি
জল ঢালি, দেন বুনি নির্ঘুম ধান, সোনামুখি।
আর খুব কান্না হয়, আকাশে থাকে প্রবল মেঘ।
বৃষ্টিতে ভেসে যায় জমি, প্রহর
উজিয়ে উঠে ছোটবড় মাছ।
তুমি নির্ঘুম ধানক্ষেতের কেলেকেলে পাতো চাঁই
আমিও কি আমিও কি কোনো মাছ?
বন্দী হই চাঁইয়ে, যখন পৃথিবীতে খুব জৈব ঝড়!
আর অনুভূতি! ঢেউ ভাঙে চরচর...।
আমি দরিদ্র, আমার তেমন কেনো সম্পদ নেই
কেবল আছে রাত্রির মতো উর্বর জমি
রাত্রিকে কাঁদাকাদা করি
জল ঢালি, দেন বুনি নির্ঘুম ধান, সোনামুখি।
আর খুব কান্না হয়, আকাশে থাকে প্রবল মেঘ।
বৃষ্টিতে ভেসে যায় জমি, প্রহর
উজিয়ে উঠে ছোটবড় মাছ।
তুমি নির্ঘুম ধানক্ষেতের কেলেকেলে পাতো চাঁই
আমিও কি আমিও কি কোনো মাছ?
বন্দী হই চাঁইয়ে, যখন পৃথিবীতে খুব জৈব ঝড়!
আর অনুভূতি! ঢেউ ভাঙে চরচর...।
Post A Comment:
0 comments so far,add yours