Pujo
রেয়ান পাত্র, সাংবাদিক, মুর্শিদাবাদঃ অম্বুবাচীতে শুরু হয় মা কামাখ্যার পুজো। আসামের কামাখ্যা এই চার দিন মন্দির বন্ধ রাখা হয়। এই সময় সারা ভারত বর্ষ থেকে ভক্তরা চলে আসেন কামাখ্যা মায়ের মন্দিরে। এইরকমই বহরমপুর শহরের সোনাপট্টি তিতে পূজা হয় মা কামাখ্যা ।এখানে একটি মন্দিরে মা কামাখ্যার মূর্তি তৈরি করে 72 বছর ধরে চলে আসছে এই পুজো। 
তবে মা কামাখ্যা মন্দির চাপ দিন বন্ধ থাকলেও অম্বুবাচী দিন থেকেই চার দিন চলে এই পুজো। তবে সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেল চার দিন খুব নিষ্ঠার সঙ্গে চলে। এই পুজো এবং পশ্চিমবঙ্গ তো বটেই ভারতবর্ষের আসাম ছাড়া বহরমপুরেই একমাত্র কামাখ্যা মায়ের পুজো হয়। প্রতিবছর এই মা কামাখ্যার মূর্তি দর্শন করতে আসেন অগণিত ভক্ত। রবিবার থেকে পুজো শুরু হয়েছে বুধবার পর্যন্ত।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours