Sahara
সঞ্চারী চট্টোপাধ্যায়, লেখিকা, কলকাতাঃ ছোটবেলায় কোন এক গল্পে পড়েছিলাম , ভগবান মানুষের গুণ আর দোষের দুটি থলি বানিয়ে গুণটা মানুষের সামনের দিকে আর দোষগুলো পিছনের দিকে রেখে দেন ভ্রান্তিবশত । এতে প্রতিটি মানুষই তার নিজের ছাড়া বাকি সকলের দোষ সুস্পষ্টরূপে দেখতে পায় । বর্তমান সোশাল মিডিয়ার যুগে প্রায়ই দমকা হাওয়ার মতো নানান রকম ট্রেন্ড আসে আবার চলেও যায় । তবে গত দু একবছরে যে ট্রেন্ডটি চলে গিয়েও ফিরে এসেছে বারংবার তার পোশাকি নাম কখনো স্টুলিশ আবার কখনো সারাহা । সারাহা কথাটি আরবি । এর অর্থ 'সততা' ইংরাজিতে 'honesty' or 'frankness' । 2016 সালে এই অ্যাপটি প্রথম নির্মাণ করেন জৈন আল আলাবদিন তৌফিক নামে এক আরবের ওয়েব ডেভলপার ।
প্রাথমিক ভাবে এই অ্যাপটি নির্মিত হয়েছিল কোম্পানির কর্মচারীদের বক্তব‍্য সংশ্লিষ্ট কোম্পানির অধিকর্তাদের কাছে তুলে ধরার উদ্দেশ্য যে যাতে কর্মচারীদের সরাসরি নিজেদের বক্তব‍্য পেশ করার বদলে কোম্পানির রোষানলে পড়তে না হয় এবং তাদের বক্তব‍্যও কোম্পানির কাছে পৌছায় । তবে এই অ্যাপ জনপ্রিয় হতে বেশি সময় লাগেনি । 2017 তে অ্যাপলের প্লে স্টোরে এই অ্যাপটি যুক্ত হতেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় । কিন্তু এই অ্যাপের এহেন জনপ্রিয়তার কারণ কি ?? কারণ একটাই । নিজের পরিচয় গোপন রেখে যেকোন মানুষকে মনের ভাব ব‍্যক্ত করা । "কইতে কি চাই কইতে কথা বাঁধে" - যে কথা সামনে বলায় আমাদের জড়তা , সামাজিকতার মুখোশের আড়ালে নিজের রাগ , ক্ষোভ , গোপন ভালোলাগাটুকু লুকিয়ে রাখা , মনের সেই সমস্ত কথা নিজেকে আড়াল রেখে জানানোর সুযোগ করে দেয় সারাহা । এ এক আশ্চর্য লুকোচুরি । "বলো তো আমি কে" এই প্রশ্নের আড়ালে নিজেকে সযত্নে লুকিয়ে রাখা অথচ শব্দবাণের নিখুঁত লক্ষ‍্যভেদের এমন সুযোগ মানুষ কিভাবেই বা ছাড়তে পারে ... তাই তো দু বছর পরেও নতুন রূপে এই অ্যাপ বারবার ফিরে ফিরে আসে ট্রেন্ড হিসেবে , আর প‍্যান্ডোরার চিঠির বাক্স খুলে আমরা অবাক হয়ে দেখি নামহীন ঠিকানাহীন ভালোবাসা , ঘৃণা সেখানে থরে থরে শব্দের আকারে সাজানো ।।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours