Hijre
রানি মজুমদার, ট্রান্সজেন্ডার লেখিকাঃ গভীর রাত ! ট্রেন ততক্ষনে ঝড়ের গতিতে উড়ে  চলেছে।  তিল ধারণের জায়গা নেই। যারা  এক  পায়ে  দাঁড়িয়েছিল তারা যে যার ঘাড়ের ওপর  বসে পড়েছে এবার ! সিটে বসা যাত্রীদের কেউ কেউ ঢুলছে।একেকটা স্টেশন  সো সো শব্দে বেরিয়ে  যাচ্ছে। ঠিক এমনি সময় দে তালি ! চটাং চটাং তালির আওয়াজে চারপাশ মুখরিত ! বুঝতে বাকি নেই ট্রেনে হিজড়া উঠেছে! যারা যদিও বা তাকিয়ে ছিলো এবার তারাও  গভীর ঘুমিয়ে পড়ার ভান করলো !  যেন ট্রেনে ডাকাত পড়েছে ! "এই শাহরুখ খান দশ টাকা দে, নয়তো কাপড় তুলবো! ট্রেনে ভালো মানুষেরও কমতি নেই ! তারা ভাবলো কিছুক্ষন টাকা না দিয়ে দেখি কী কী  দেখাচ্ছে ! চলতে লাগলো টাকা আদায়! চলতে লাগলো খিস্তিও !  দরজায় দাঁড়ানো কেউ কেউ মাল পটাবার চেষ্টা করলো।এদের দলের কচি মালটাকে যদি বাথরুমে নিয়ে যাওয়া যায়! ট্রেনে রাম আছে, রাবণও আছে।
তালি বাজানো এই মানুষগুলো সত্যি কি খুব ভয়ানক? নাকি তারা নিজেরাই ভীত ? এরা কি যৌন শূন্য ? এরা কি টাকা না  পেলে মারধরও করে ? এদের ক্ষমতা কি পুরুষদের চেয়েও বেশি ? কত কত জিজ্ঞাসা " সাধারণ" মানুষের মধ্যে ! 
হ্যাঁ । এরাও মানুষ ঠিক আর সকলের মতো।  যারা মেয়ে হওয়ার জন্য সার্জারির দিকে যায় নি, তাদের যৌনতা ভালোই আছে। তবে এরা অত্যাচার করে কেন ? নিউটনের থার্ড ল। অর্থাৎ সাধারণ মানুষ পথে ঘাটে, দিনে দুপুরে, প্রতিনিয়ত যে বীভৎস রকম অত্যাচার চালায়, এদের লাঞ্ছিত করে, বঞ্ছিত করে, যে গঞ্জনা এরা সহ্য করে সেটাই সুদে আসলে এরা ফিরিয়ে দেয়। অনেক অনেক  প্রতিভা থাকা সত্ত্বেও এদের তেমন সম্মান দেওয়া তো দূর, উল্টে অভাবনীয় টর্চার এদের প্রতিদিন সইতে হয়। ইদানিং একটা কথা খুব পপুলার হয়েছে যে আহত বাঘ নাকি বেশি হিংস্র ! এরপর আমরা কী ভাবে আশা করতে পারি যে হিজড়াদের ব্যবহার মা লক্ষীর মতো হবে ! 
সরকার এদের  দিকে নজর দেয় না।  কেউ কাজে নেয় না। অথচ আর সকলের মতো এদেরও একটা  পেট  আছে। সেই  পেটে দানা পানিরও দরকার ।  অতএব  ভিক্ষেই একমাত্র রাস্তা। যারা  ভয় দেখায়, তাদেরও ভয় দেখাতে হয় ,না হলে সভ্য মানুষ পা দিয়ে চেপে মেরে ফেলবে !  প্রতিটা মুহূর্ত  যেখানে লড়াই,  সেখানে তালি দিয়ে সমাজকে সমঝে দিতে হয় আমরাও বাঁচতে জানি। অর্থাৎ সমাজ আর তার নিয়মকে হাতের চেটোতে রেখে চলার এক মরণ বাচন লড়াই। তালির  আওয়াজে  জানিয়ে দেওয়া  মানুষকে বঞ্ছিত করে সমাজ কখনই " সভ্য" হতে পারে না। ঘেন্নায় শুধু সংকীর্ণতা আসে, মানবিকতা তো  আকাশ ছুঁয়ে দেয় !



Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours