সংস্কৃতি প্রতিবেদক : গতকাল ২১ জুন সন্ধ্যায় শাহবাগস্থ পাঠক সমাবেশে ‘বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ’-এর উদ্যোগে এক অনুগল্প পাঠ, স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি ও গানের এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের স্বপ্নদ্রষ্টা বিশিষ্ট কবি অসীম সাহা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সাবেক সচিব শ্যামসুন্দর শিকদার, সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমেদ, বিশিষ্ট রবীন্দ্রগবেষক আমিনুল ইসলাম বেদু, সাবেক এমপি কবি কাজী রোজী, শিশু সাহিত্যিক সাবেক সচিব আলম তালুকদার, কবি অঞ্জনা সাহা, ঢাবির শিক্ষক সংগীতশিল্পী ড. সাইম রানা, কবি ডা. আহসান হাবীব, কবি আসলাম সানী, ড. শাহাদাৎ হোসেন নিপু, কবি আহমেদ শিপলু, কবি মাসুদ পথিক, কবি গিরিশ গৈরিক, রণজিৎ সরকার, কবি ইউসুফ রেজা, এফএম শাহীন, ইসমত শিল্পী, সুজন হাজং, শাহনাজ পারভীন, কবি মুনা চৌধুরী, কবি গিয়াসউদ্দিন চাষা, অভিনয়শিল্পী জ্যোতিকা জ্যোতি, শাহাদাৎ জয়, বোরহান জ্যাক, কামরুন্নাহার লিজা, অতনু খন্দকার, কবি বাদল চৌধুরী, মিলন পাঠান, সুজন খান, মুজিব রহমান ও চীনা কবি চুং সান প্রমুখ বিশিষ্ট কবি আবৃত্তিশিল্পী ও কণ্ঠশিল্পী। তিন ঘণ্টাব্যাপী বঙ্গীয়র এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের নানা ক্ষেত্রের স্বনামধন্য সুধীজন।
Post A Comment:
0 comments so far,add yours