সঞ্চারী চট্টোপাধ্যায় ফিচার রাইটার কলকাতাঃ মায়া , জাদু , ইন্দ্রজাল এই সমস্ত শব্দ ইংরাজি তর্জমা করলে দাঁড়ায় একটিই শব্দে , ম্যাজিক। ম্যাজিক কি ? শুধুই দৃষ্টি বিভ্রম ? নাকি আরো কোন জটিলতা আছে এই আপাত আনন্দ দেওয়া শিল্পটির মধ্যে ? ম্যাজিক আসলেই আমাদের চোখকে ফাঁকি দিয়ে মনকে আনন্দ দেবার এক অভিনব কৌশল ।
অথচ ম্যাজিক কিন্তু কখনোই বিজ্ঞানকে অস্বীকার করে না । বরং প্রতিটি ম্যাজিক এর পদ্ধতিই অনেক বেশি বিজ্ঞানসম্মত । সেই কারণেই সামান্য সময় এবং পদ্ধতিগত ভুলে ঘটে যেতে পারে অনেক বড় দুর্ঘটনা । ঠিক যেমনটা আমরা দেখলাম কয়েকদিন আগেই কলকাতার জাদুকর ম্যানড্রেক তথা চঞ্চল লাহিড়ীর ক্ষেত্রে । যে বিখ্যাত হুডিনী ট্রিক তিনি দীর্ঘদিন ধরে দেখিয়ে আসছেন মৃত্যুর কারণ হিসেবে সেই ম্যাজিকেরই ভুল সময় নির্ধারণ এবং ভুল পোশাক নির্বাচন তার অন্তিম পরিনতি ডেকে আনলো । আসলে প্রকৃতি ও বিজ্ঞান তাদের অমর্যাদা কখনো মেনে নেয় না । তাই মানুষের চোখকে ফাঁকি দেবার জন্য মানুষ যদি প্রকৃতি আর বিজ্ঞানকেও নিজের বশে রাখতে চায় মানুষ তাহলেই ঘটে দুর্ঘটনা । আর সময়ের চেয়ে বড় নিয়তি তো আর কেউই নয় । তাই সঠিক সময়জ্ঞান , বিজ্ঞান ও প্রকৃতিকে প্রকৃত শ্রদ্ধা এই তিনের মিশেলেই একজন জাদুকর দেখাতে পারেন মায়ার খেলা ।
Post A Comment:
0 comments so far,add yours