Hill
সুবীর পাল, এডিটর, দ্য অফনিউজঃ “দিন পালটায় রং বদলায়”। ঠিকই। দিনের মূহুর্তগুলোও পরিবর্তন হয়। সঙ্গে যে রংও সরে সরে যায়। নানা আকাশের রামধনুর কথা বলছি না। আস্ত একটা পাহাড়ের গাত্র যে রং পাল্টানোর রূপীনি। সারা দিনে কতবার যে নিজের রং নিজেই পালটে নেয় তার হিসেব কেই বা রাখে। রং রহস্যের অদ্ভুত এক পাহাড়ের নাম রাইয়ারস্ রক...শুধুই তার মর্জি ক্ষণ বদলায় শুধুই রং পালটায়...... না-মানুষের জগতে এক পাথুড়ে গিরগিটি! রং বদলাতে পারে যখন খুশি তখন, শুধুই চাই প্রাকৃতিক মর্জি! স্মুদ্রের বাসিন্দা স্কুইডও পারে রং নিয়ে ভেলকি দেখাতেই পারে। কিন্তু এমন যদি বলা হয় আস্ত এক পাহাড় জুড়ে চলে এই রঙ বদলের তমাম দুনিয়া ভোলানো খেলা? "রাইয়ারস রক" নামের এই পাহাড়টির রয়েছে অদ্ভুত রং বদলানো বৈশিষ্ঠ্য। যার ভৌগলিক অবস্থান যে অস্ট্রেলিয়ায়। বৈচিত্রের এই বৈশিষ্ঠের জন্য কেউ কেউ একে ম্যাজিক পাহাড়ও বলে থাকেন। অনেকটা ডিম্বাকৃতির এ পাহাড়ের উচ্চতা ৩৪৮ মিটার, দৈর্ঘ্য ৭ কিলোমিটার এবং প্রস্থ ২.৪ কিলোমিটার।পাহাড়টির আসলে স্বাভাবিক রং লাল তবে সুর্যোদয় ও সুর্যাস্তের লগ্নেই ঘটে অদ্ভুত যত রং বাহারি ইন্দ্রজাল। ভোরের প্রথম আলোর বিচ্ছুরন পাহাড়ের উপর পড়লেই মনে হয় যেন আগুন ধরেছে এর গায়ে। বেগুনী ও গাঢ় লাল রংয়ের শিখা বের হয়ে আসে পাহাড় গা থেকে। কেবল সূর্যোদয় কিংবা সুর্যাস্ত নয় সারাদিনেও চলে রঙ বদলের নানা হেঁয়ালি।হামেশাই হলুদ থেকে কমলা, পরে লাল ও মাঝেমধ্যে বেগুনী কখনও বা নিকষ কালো। অহরহ রংয়ের রহস্যের আনাগোনা পাহাড়টি জুড়ে। এই রং রহস্যের রাইয়ারস রক এর মাধুর্য মুগ্ধ করে দেয় যে কোনও মানুষকে। আরও অদ্ভুত, এই পাহাড়টি কিন্তু সম্পূর্নই একটি মাত্র প্রস্তর খন্ডে।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours