Chiro sodhobar gram
সুবীর পাল, এডিটর, দ্য অফনিউজঃ এমন গ্রামটি কোথাও খুঁজে পাবে নাকো যেখানে নারী বিধবাই হয় না। এই গ্রামে নারী চির সর্বদাই সধবা।আরও মজার হলো এই গ্রাম যে ভারতীয় ভুখন্ড জুড়েই। সারা বিশ্বে একমাত্র এই সধবার গ্রাম। এই গ্রামে “তুঁহু মম শ্যাম সমান”..এই বৈষ্ণবী বাক্য ততক্ষণই সত্য যতক্ষণ স্বামী বেঁচে থাকেন। স্বামী-স্ত্রী বন্ধন যে চির জনমের হয় তাই তো জানি আমরা। কিন্তু এই এইসব দস্তুর এই গ্রামে একেবারে মানা। আসলে এখানে স্বামী মারা গেলেও স্ত্রী কিন্তু বিধবা হন না। এই গ্রামে যে এটাই সত্যি। এই গ্রামীণ জনপদে এটাই যে চিরন্তন রেওয়াজ। এই পরম্পরাটি মধ্যপ্রদেশের মন্ডল জেলার বিহ্ঙ্গা গ্রামে প্রচলিত। এই গ্রামের সধবাদের স্বামীর মৃত্যুর পরও বিধবা হবার কোনও রীতি নেই। পরিবারের কোনও স্বামী এখানে মারা গেলে তাঁর স্ত্রীকে বাড়ির নাতি বা স্বামীর দাদা কিংবা ভাই বা নিকট আত্মীয় বা নিদেন পক্ষে তাঁদের ছেলের সঙ্গে বিবাহ দেওয়া হয়। ‌শুনলে বা জানলে আজব লাগলেও এটাই গ্রামের সামাজিক প্রথা। গ্রাম্য এই জনজাতির স্ত্রীদের তাঁর স্বামী মারা গেলে সেই পরিবারের কোনও পুরুষের সঙ্গে যে সঙ্গে সঙ্গেই বিয়ে দিয়ে দেওয়া হয়। তাই স্বামী মরলেও এখানের মহিলাদের বৈধব্য দশা কখনই ঘটে না।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours