Eid
আয়ুব আনসারী, বিশিষ্ট আইনজীবীঃ   প্রতি বছর পবিত্র রমজানের শেষে আসে খুশির ঈদ। এবারও আসবে তা। যখন গোটা দেশের মানুষ একত্রিত হচ্ছে প্রবহমান স্রোতে। তখনই হঠাৎ চমকে উঠি ঘুম ভেঙে যায় কোন এক অশনি সংকেতে। এবার একটু সজাগ থাকার পালা। সবার সাথে সবার মাঝে একটু কথা বলা। ঈদ তো শুধু মুসলমানদের পর্ব না। এটা বিশ্বমানবের মুক্তির আস্বাদনের মিলন মেলা।প্রফেট মুহাম্মদ (সা) বিশ্ব মানবের মুক্তির কামনায় জীবন অতিবাহিত করেছেন। আগামী প্রজন্মের প্রতি দায় বদ্ধতার বার্তা রেখে গেছেন। যা পৃথিবীর শেষ দিন পর্যন্ত অবিকল থাকবে। ইসলামে নেই কোনো অস্পৃশতা, নেই কোনো ভেদাভেদ। তাই তিনি তার বার্তায় প্রতিটি কথাতে হে মানব শব্দটি যত্ন সহকারে ব্যবহার করেছেন। সুতরাং সমস্ত ধর্মীয় ভেদাভেদকে পিছনে ফেলে আপন করে নিতে হবে মানব জাতি কে। পৃথিবীতে যা কিছু সৃষ্টি তা মানব জাতির কল্যাণের জন্য। তাই এই পবিত্র রমজান মাসের শেষে সমস্ত মানব জাতির প্রতি বিনম্রশ্রদ্ধা জ্ঞাপনের সাথে আগামী দিন গুলি সকলের মঙ্গলময় হোক প্রতিহিংসার প্রাচীরটা ভেঙে গুড়িয়ে দিয়ে এক সহিষ্ণুতার বাংলা তথা ভারত প্রতিষ্ঠিত হোক। গোটা দুনিয়াজুড়ে প্রতিধ্বনিত হোক আজ "সহিষ্ণুতার ভারত" আনন্দে উদ্বেলিত। আবাল বৃদ্ধ বনিতা ধনী,দরিদ্র,মেহনতী ,কৃষক,মজুর,শ্রমিক,ক্ষেত খামারে,অফিসকাছারী,কারখানায়,মহল্লায়,হাটে বাজারে উঠুক একটাই আওয়াজ "মানব আজ জেগেছে মানবতার তাগিদেই"। সবাই কে ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো অফুরান।ভালথাকুকবাংলা ভালথাকুক আমার গর্বের ভারতবর্ষ ভালথাকুক আমার বিশ্বমাতা।


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours