rasichakra
চন্দ্রাবলীবন্দোপাধ্যায় ম্যানেজিং এডিটর দ্য অফনিউজঃ আমরা নানারকম জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন দিক আলোচনা করি। আজ বলবো সপ্তাহের বার অনুযায়ী জাতক জাতিকারা কেমন হয়ে থাকেন বা তাদের ভাগ্য,ব্যক্তিত্ব, স্বভাবচরিত্র কেমন হয়ে থাকে। সোমবারের জাতক জাতিকা :- সোমবার হলো শিব ঠাকুরের দিন। আর সোমবারের জাতক জাতিকার উপর চন্দ্রের প্রাধান্য থাকে। এদের মধ্যে একটি জিনিস লক্ষ্য করা যায়, এরা বেশিরভাগ সময় হাসিখুশি থাকে এবং খুব মিষ্টভাষী হয়ে থাকে, সেই জন্য জীবনের সব রকম পরিস্থিতির জন্য সর্বদাই প্রস্তুত থাকেন। তাই যে কোনো রকম সমস্যার সহজেই সমাধান করে থাকেন। এরা সাধারনত খুব বেশি লম্বা না হয় একটু বেঁটে মত হয়ে থাকেন। এরা খুব বুদ্ধিমান, কলাকুশলী, সাহসী ও সৎ হয়ে থাকেন। এবং সবচেয়ে মজার বিষয় এরা দিনের থেকে রাতেরবেলা কে বেশি পছন্দ করে থাকে। এদের একটু ঠান্ডা লাগার ধাত থাকে তাই এরা প্রায় সর্দিকাশিতে ভোগে। এদের জীবনে নয়, বারো, সাতাশ বছর বয়সে একটু সমস্যা আসে। কিন্তু বাকি জীবন প্রেম ও আরামে কাটে। সোমবার জন্মগ্রহণকারি পুরুষরা, মহিলাদের প্রতি শালীন, শান্ত ও ভদ্র হয়ে থাকে। সোমবারের জাতক জাতিকার প্রেমের প্রভাব খুব প্রবল হয় এবং প্রেমের ক্ষেত্রে খুব সতর্ক থাকে। এরা একবার যাকে ভালোবাসে তার প্রতি সর্বদা বিশ্বাসী রূপে প্রকাশ পায়। এরা প্রেম বিবাহে তৎপর হয় কিন্তু যদি প্রেম বিবাহ না হয় তবে প্রথম প্রেমের নিয়ে সারাজীবন ভাবতে থাকে, তবে পরে নিজেকে সামলে নেয়। এরা চট করে সবাইকে খুব বিশ্বাস করে তাই ঠকে যায় পলে পলে। এরা খুব আবেগ পূর্ণ হয়ে থাকে। কেউ বিপদে পড়লে তাকে যথাসাধ্য সাহায্য করে থাকে। এরা খুব অভিমানী হয়ে থাকে। আর খুব সহজেই মানুষের সাথে মিশতে পারে। এই বারের জাতক জাতিকারা শিল্পী, সাহিত্যিক ও জননেতা হয়ে থাকে। এরা কাপড়ের ও পাথরের ব্যবসায় প্রভূত উন্নতি সাধন করে।এদের শুভ রঙ সাদা, শুভ নম্বর দুই ও শুভ বার সোম, রবি ও শুক্র।
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours