চন্দ্রাবলী বন্ধ্যোপাধ্যায়, ম্যানেজিং এডিটর,দ্য অফনিউজ): অনেকেই মনে করেন মঙ্গলবারের জাতক
জাতিকা বেশিরভাগ মাঙ্গলিক হয়। কিন্তু এ ধারনা অমূলক। কিন্তু একটা কথা, যে মঙ্গলবারকে কোনো শুভ বারের মধ্যে ধরা হয়না। এই বারের অধিপতি দেবতা হলো হনুমানজী। আর অধিপতি গ্রহ হলো মঙ্গল। মঙ্গলবারের জাতক জাতিকারা শ্যামলা বর্ণের বা মাঝারি বর্ণের হয়ে থাকে। এদের কিছু সুবিধা থাকে আবার কিছু কিছু অপগুণ থাকে। এদের প্রচুর ধৈর্য্য, স্থিতি লক্ষ্য করা যায়, এরা যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করার ক্ষমতা রাখে। এরা খুব সংঘর্ষ প্রিয় ও চঞ্চল হয়। মঙ্গলবারের জাতক জাতিকার প্রেফেসান গুলো দুঃসাহসিক হয়। যেমন পাহাড়ে ওঠা, সার্জারি এ সব কাজে তাদের ঝোঁক থাকে। মঙ্গলবার জন্মালে যদি পঞ্চম স্থান ভালো থাকে তবে তার উচ্চশিক্ষার যোগ থাকে বা জীবনে প্রভূত উন্নতি করে। এরা খুব সরাসরি কথা বলা পছন্দ করে এবং অসহায় মানুষের পাশে সব সময় থাকে।
নেতৃত্ব করার ক্ষমতা রাখে। নারীরা মঙ্গলবারের জাতকদের খুব পছন্দ করে।
কিন্তু মঙ্গলের জাতক জাতিকা যদি অন্য কোনো গ্রহের দ্বারা দুষ্ট হয় তবে এরা দুঃসাহসিক কাজ বা কথা বলে থাকে। এদের বড় সমস্যা হলো, এদের প্রচুর গোপন শত্রু থাকে। এবং যাকে বিশ্বাস করে তার থেকে বিশ্বাসঘাতকতা পায়। কারণ এরা এতটাই বোল্ট হয় যে এদের সামনে কেউ কথা বলার সাহস রাখেনা। এদের প্রেমে বিশ্বাসঘাতকতা আসে। এরা খুব জনপ্রিয় হয়। কর্ম ক্ষেত্রে প্রতারিত বা বিশ্বাসঘাতকতার যোগ থাকে।
মঙ্গলবার জন্মালেই যে জাতক জাতিকা মাঙ্গলিক হবে এমন ধারনা ভুল। এটি সব ভালো গ্রহের মধ্যে একটি গ্রহ।
Post A Comment:
0 comments so far,add yours