অতএব বিলের তলার কাদা শুঁকালেও
কিছু কিছু মাছ বেঁচে যায়
যেমন গুতুম ।
সম্পর্ক ভেঙে গেলেও
কিছু কিছু অভ্যাস থেকে যায়,
নিহিতের অতলে গায় শুকসারি বস্তুত,
দৃশ্য শেষ হলেও তার স্বভাব
বাতাসই বয়ে বেড়ায়।
সময়ের ভাঙা মন ফেরে না বাড়ি
বিলের কিনারের মাছরাঙাটি কী জানে?
কে বড় শিকারি, সে না ওই ব্যাপারী!
এখন-যে কেবলি হাইব্রিডের উজ্বল দাবী
এইই জানি,
কিছুই মেটেনা
কিছুরই হয় না বিনাশ ,
অতীত, সবই ফিরে ফিরে আসে
বাড়ি কীরূপে?
Post A Comment:
0 comments so far,add yours