মিলন গোস্বামী , বীরভূমঃ একদা দুচোখে স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে পা দিয়েছিল অষ্টাদশী গৌরী হাজরা। সিউড়ির কলেজ পাড়ার বাসিন্দা গৌরীর বিয়ে হয়েছিল দুর্গাপুরে। কিন্তু সেই স্বপ্ন বেশি দিন টেকেনি। অন্তঃসত্ত্বা হয়ে তাকে ফিরতে হয় বাপের বাড়িতে। কন্যা সন্তান জন্ম দেওয়ার পরেও তাঁর আর ফেরা হয়নি শ্বশুর বাড়ি।
অগত্যা কন্যা সন্তানকে বুকে নিয়ে নতুন স্বপ্ন বাঁধে গৌরী। শুরু হয় লড়াই। নারীর জীবন সংগ্রাম বলতে, পথে-ঘাটে পড়ে থাকা প্লাস্টিক বোতল কাগজ কিংবা কাপড়ের টুকরো কুড়িয়ে ব্যাগে ভরে গন্তব্য স্থানে পৌঁছে দিতে হতো। বিনিময়ে কয়েকটা টাকা রোজগার। সেটাই তুলে দেওয়া মায়ের হাতে। এই করতে করতে একদিন লোন করে টোটো কিনে ফেলা। আর সেই টোটো নিয়ে পথে নেমে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া। সঙ্গস সঙ্গে আয় বাড়িয়ে নিজের মেয়েকে দাঁড় করানোর স্বপ্ন যে এখন তাঁর দুচোখে। নিজের জীবনের কথা বলতে গিয়ে চোখের জল ফেলে তিনি বলেন, মেয়ের জন্য আমায় সাবলম্বী হতেই হবে।

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours