Step for pollution
মৃণাল গোস্বামী, সাংবাদিক, বীরভূমঃ বর্তমানে পৃথিবীতে সবচেয়ে জ্বলন্ত সমস্যা দূষণ আর তাই দূষণের হাত বাঁচতে গড়ে তুলতে হবে উপযুক্ত পরিবেশ পরিবেশ দূষণ যাতে না হয় তার জন্যই দরকার সচেতনতা কিভাবে দূষণ কমানো সম্ভব কি পদ্ধতি অবলম্বন করলে মনমুগ্ধকর পরিবেশ গড়ে রাখা সম্ভব তার পর্যবেক্ষণ করে সবার নজর কেড়ে ডাক পেলেন সিউড়ি বেনীমাধব ইনস্টিটিউশন এর নবম শ্রেণীর ছাত্র অতীন্দ্রিয় আচার্য। প্রাথমিকভাবে বীরভূম জেলা শিশু বিজ্ঞান বিভাগে অতীন্দ্রিয় আচার্য তার পর্যবেক্ষণের ফল জমা দিয়েছিলেন, পরে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মাধ্যমে অতীন্দ্রিয় আচার্যের কথা ইসরোর কাছে পৌঁছায় চলতি বছরের এপ্রিলে আয়োজিত যুব বিজ্ঞান কার্যক্রমে। সেখানে অংশগ্রহণের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয় ইসরোর পক্ষ হতে। আর এতেই খুশি ছাত্র থেকে শিক্ষক সকলেই। পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে বাবার সঙ্গে তবলা বাজানো আর অন্য সময়ে পড়ার ফাঁকে মোবাইলে গেম, নেশা বলতে এটুকুই এ সব ছাপিয়ে এই ছোট্ট ছাত্রের পর্যবেক্ষণ ইসরো বিজ্ঞানীদের কতটা হৃদয় ছুঁতে পারে সেটাই এখন দেখার। এস্ট্রোফিজিক্স ভূবিজ্ঞানী হতে চায় অতীন্দ্রিয়, কিন্তু পারিবারিক অবস্থা ততটা সফল না হওয়ায় সাহায্য প্রার্থী সে। তার আশা তার পর্যবেক্ষণে হাত ধরে সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে কমতে পারে দূষণ রক্ষা হতে পারে পরিবেশ
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours