Four friend same after fifty years
সুবীর পাল,এডিটর, দ্য অফনিউজঃ সেই একই মানুষ, সেই একই বন্ধুত্ব, সেই একই ফটো ফ্রেম। মাঝখানে বয়ে গেছে জীবনচক্রের পঞ্চাশটি বসন্তের স্রোতধারা। ১৯৬৬ সালের মে মাস। এক উইকএন্ডে ক্যালিফোর্নিয়ার সমুদ্রতটে হাজির হয়েছিল হরিহর আত্মার চার মার্কিন মুর্তিমান বন্ধু। এক ফটোশ্যুটের বাঁ দিক থেকে পরপর দাঁড়ালেন ডেনিস পুলো, টম হাঙ্কস, বব ফল্ক এবং বব ডে ভেনেজিয়া। কে জানতো এই ফটো একদিন সারা বিশ্বে হৈচৈ ফেলে দেবে। তদানীন্তন সময়ে তাঁদের কারও বয়স ১৯ তো কারও ২১। তাঁরা মার্কিন নৌসেনার ট্রেনি সেনানী হিসেবে যুক্ত ছিলেন তখন। এমন কি তাঁরা ভিয়েতনাম যুদ্ধেও অংশ নেন। সেতো অর্ধ শতাব্দীর তারুণ্যের ফেলে আসা দিনগুলির স্মৃতিকনা। তবু যুদ্ধ ও সৈনিকের রুক্ষতা তাঁদের কমল হৃদয়কে কোনও দিনই নষ্ট হতে দেয়নি। বছর পাঁচ আগে তাই অনলাইনের সহায়তায় টম হাঙ্কস ঠিক খুঁজে বের করলেন তাঁর তিন বন্ধুকে। এরপর তাঁরা মিলিত হয়ে ঠিক করলেন, তাঁদের বন্ধুত্বের পঞ্চাশ বছর পালন করবেন। যেই ভাবা সেই কাজ। তাঁদের বন্ধুত্বের সাক্ষীস্বরূপ সেই ফটোশ্যুটের পঞ্চাশ বছরের পুণ্যলগ্নে তাঁরা ফিরে গেলেন সেই সমুদ্রপারে। সেই এক পোজ দিলেন। ফ্রেমবন্দি হয়ে গেল অর্ধশতাব্দীর চার সৈনিক মনের এক কমল মহামিলনের রূপকথা। যা সারা বান্ধব দুনিয়ায় আজ এক অপরূপ নিদর্শণ।
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours