রানি মজুমদার ,ট্রান্সজেন্ডার লেখিকাঃ মানুষের নামে বজ্জাতি যখন আমার চারপাশটা নৈরাজ্যে বদলে দেয় তখন বড়ো অসহায় লাগে। ভয় হয় !
গুলিতে ফুটো হয়ে যাওয়া তাপসের সেই বুকটা কত রাত আমায় ঘুমুতে দেয় নি ! রক্তে ভেসে যাওয়া সেই জামাটা মনে পড়ে ? মনে আছে ওঁর মায়ের দু'পা ছড়িয়ে সেই বুকফাটা হাহাকার ? কথাতেই আছে, ভুলে না গেলে মানুষ পাগল হয়ে যেত! সেই দিনটা ছিল একুশে সেপ্টেম্বর ! আরেক মৃত্যু! বছর কুড়ির রাজেশ সরকার। মানুষ চিৎকার করে বলছে পুলিশ গুলি চালিয়েছে! বিচারের আশায় লাশ দুটোকে দাহ না করে মাটিতে পুঁতে রেখে দিয়েছিলো গ্রামবাসীরা মনে আছে ? ছেলের মৃত্যুর বিচারের আশায় বাপ মাকে চোখের জলে বসে থাকতে হয় বছরের পর বছর ! এরপরও ভোট হয় ? এ এক অদ্ভুত দেশ। এ দেশে নেতাদের জেল হয় কিন্তু খুনের অভিযোগেও পুলিশ অধরা থাকে !
আর সেদিনের ভাঙরের আন্দোলন ! ভুলে গেলাম আমরা ? এখনো সেসব মাটির রাস্তায় মৃত্যুর শুকনো রক্তের দাগ লেগে থাকলেও থাকতে পারে। এর পরেও মানুষের অধিকার নিয়ে কেউ কিছু বলবেন ? বলার হিম্মত রাখেন ? একটা কার্টুন ফরওয়ার্ড করেও দুই ভদ্রলোককে জেলে যেতে হয়েছিল! আরো অনেক উদাহরণ ! অর্থাৎ নাগরিকদের জন্য মিথ্যে মামলাও চলবে আবার গণতন্ত্রও চলবে ! যে সিবিআই দুর্নীতির তদন্ত করতে গেছে তাদের পুলিশ আটক করতে পারে ? সিবিআইয়ের যখন এই অবস্থা তখন একজন সাধারণ নাগরিক পুলিশের বিরুদ্ধে কোথায় যাবে ? এই প্রশ্নের জবাব কে দেবে? সরকার ? নাকি বিচারালয় ? বিরোধিতা করলে তাঁকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া যায়! এর পরও আমরা গণতন্ত্রের উৎসব মানাবো ? মানুষের নামে সব কিছু, আর কাঠামোটাই মানুষ বিরোধী!
Subscribe to:
Post Comments (Atom)
Post A Comment:
0 comments so far,add yours