Smriti charona
শুভ্রা দে, লন্ডনঃ লন্ডনে আমার  এক দিনের স্মৃতিচারণার কথা। সবচেয়ে সুন্দর দিন। আমি কাজ করি সুদুর লন্ডন সাত সমুদ্র পার স্বপ্নের শহর। প্রকৃতি হিসাবে মার্চ মাস দোলের সময়। ছুটি চলছিলো স্কুলের। তাই ঠিক হলো ঘুরতে যাওয়া হবে। কোথায় যাওয়া যায় ঠিক হলো স্কটল্যান্ড যাওয়া যায়। যেমন ভাবা তার পর দিনই রওনা দিলাম সবাই মিলে। গিয়ে উঠলাম একটা রিসোর্টে ৫ দিন থাকবো বলে। জায়গাটা একটু গ্রাম মতো। সরু সরু রাস্তা। রাস্তা অপূর্ব সুন্দর কোথাও লাল ইটের কোথাও বা কালো পাথরের চকচকে ঝকঝকে পরিষ্কার রাস্তা। বাড়ী সব এক রকম দেখতে। আপেল, নাসপাতি, গোলাপ সব গাছ দিয়ে ঘেরা। বাড়ী গুলো সব ছবির মতো সাজানো।। বড়ো বড়ো সব মাঠ তাতে ভেড়া চরছে। একদিকে ঘোড়া ঘাস খাচ্ছে। সে এক অপরুপ সুন্দর মনরোম প্রকৃতির দৃশ্য। তার পর দিন দোল। পরের দিন দোল পুর্নিমার রাত। বসন্ত কাল। অনেক সুন্দর সুন্দর কিছু ফুল ফুটেছে। লাল, গোলাপি কালো, হলুদ রকমারি গোলাপ, ডাফিডিল। আমি নিজের রুমে শুয়ে। অনেক রাত। ঘুম আসেনি বই পড়ছি। পড়া শেষ করে ঘড়ি দেখি রাত তখন এক টা বাজে। শীতে জমে যাবার উপক্রম হয়েছে। একটু জল খেয়ে শুতে যাবো ভাবছি। হটাৎ জানলার দিকে চোখ গেল। উঁকি দিয়ে দেখে। আমি চমকে উঠলাম। মুগ্ধ হলাম। অবাক আমি প্রকৃতি সুন্দর রূপ প্রক্যক্ষ করে। অবাক হয়ে আমি খানিক দাঁড়িয়ে থাকি। পুর্নিমা নিশীথিনীর অবনীয় জ্যোছনা আমায় মুগ্ধ করে দিলো। আমি আছি এখানে অনেক বছর। কিন্তু কোনো দিন শীতের রাতে বাইরে বেরাইনি। কিন্তু সেদিন আর নিজেকে আটকে রাখতে পারলাম না। এই প্রথম পরিপূর্ণ জ্যোৎস্না রাতের রূপ দেখলাম স্কটল্যান্ডে। দরজা খুলে বাইরে এসে দাঁড়ালাম। কেউ কোথাও নেই, নিঃশব্দ, নিস্তব্ধ, নিশীথ,জনহীন রাত আমি একা। খালি গাছ আর গাছ। তার ফাঁকে জ্যোৎস্না এসে পরেছে।সে রাতের বর্ণনা করার মতো ভাষা আমার নেই। কখনো সে রকম ছায়াবিহীন জ্যোৎস্নার আলো জীবনে দেখিনি। ছোটো ছোটো অনেক আপেল গাছ। তাতে তেমন কিছু ছায়া হয়ে না।আপেল নাসপাতি জঙ্গলে কেমন জেনো এক অপরুপ সৌন্দর্যের সৃষ্টি করেছে। যা দেখে মনে কেমন জেনো রোমাঞ্চ হলো।মন হু হু করে উঠলো। মনে হলো এ কেমন দেশে এসেছি। সে রূপের সঙ্গে প্রত্যক্ষ পরিচয় না হলে কোনো দিন জানতেই পারতাম না। নিস্তব্ধ নির্জন জ্যোৎস্না রাত সৃষ্টার অপরূপ সৌন্দর্য সৃষ্টির অপূর্ব রূপ অপরিচিতই থেকে যেত আমার জীবনে। সে রাত সেই মধুর রাত ভুলতে পারিনি আজও।
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours