মাসুদ পথিক (বাংলাদেশের জাতীয় পুরস্কার প্রাপ্ত চিত্রপরিচালক ও কবি) :
তথাপি আমি তাকে চিনি,
সে, সেই কবে ছেড়ে গেছে
গৃহস্থ্যের বনানী।
এই গীতল বালিহাঁসখানি
আকাশের গায়ে ডিম পাড়ে,
বোনে প্রেমকাহিনী।
সে হঠাৎ হাল ছেড়ে আকাশের ঢুকে পড়ে, লোকালয়ে ঢুকে যায়,
নিদ্রার ঘরে, ঘুমাবে কিছুকাল
তবে নিদ্রা তখন ছিলো জেগে।
প্রসববেদনায় কাতর ধাত্রী-মা প্রহরায় ছিলো।
ঘর চিৎকারে চিৎকারে কাঁপে।
আকাশ পাতাল নিদ্রার নির্ঘুম এই হাল,
গড়িয়ে পড়ে দু'চোখের জল
শিয়রে দাড়িয়ে তখন বালিহাঁস,
দুচোখে মাখে নিদ্রার রাতের আকাশ
আর বিছানায় নিদ্রার আশফাঁস আর দেহে, তার, ঘুম কাতর নিশ্বাস
বাতাস ও ডানায় নাচে
আঙিনায়,চির অন্ধকারের সবুজ ঘাস।
ওহে কামুক বালিহাঁস এইখানে গড়বে কি চিরনিদ্রার আবাস?
তথাপি আমি তাকে চিনি,
সে, সেই কবে ছেড়ে গেছে
গৃহস্থ্যের বনানী।
এই গীতল বালিহাঁসখানি
আকাশের গায়ে ডিম পাড়ে,
বোনে প্রেমকাহিনী।
সে হঠাৎ হাল ছেড়ে আকাশের ঢুকে পড়ে, লোকালয়ে ঢুকে যায়,
নিদ্রার ঘরে, ঘুমাবে কিছুকাল
তবে নিদ্রা তখন ছিলো জেগে।
প্রসববেদনায় কাতর ধাত্রী-মা প্রহরায় ছিলো।
ঘর চিৎকারে চিৎকারে কাঁপে।
আকাশ পাতাল নিদ্রার নির্ঘুম এই হাল,
গড়িয়ে পড়ে দু'চোখের জল
শিয়রে দাড়িয়ে তখন বালিহাঁস,
দুচোখে মাখে নিদ্রার রাতের আকাশ
আর বিছানায় নিদ্রার আশফাঁস আর দেহে, তার, ঘুম কাতর নিশ্বাস
বাতাস ও ডানায় নাচে
আঙিনায়,চির অন্ধকারের সবুজ ঘাস।
ওহে কামুক বালিহাঁস এইখানে গড়বে কি চিরনিদ্রার আবাস?
Post A Comment:
0 comments so far,add yours