দেবর্ষি মজুমদার, সিনিয়র জার্নালিস্ট, বীরভূম:
প্রতি বছরের মতো এবারও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন থেকে শেষ বিদায় স্মৃতিচারণ অনুষ্ঠানটি পালিত হল শান্তিনিকেতনে। পায়ে পায়ে শান্তিনিকেতন থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ বিদায়ের ৮৪ বছর হলো অতিক্রান্ত। শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহে সেই আবেগ ঘন মুহূর্তের স্মরণে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করলো হুগলির কুশাঙ্কুর নামে এক সংস্থা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিগুরুর একান্ত সচিব সুধাকান্ত রায়ের পুত্র, প্রবীণ আশ্রমিক ও রবীন্দ্র স্নেহধন্য দ্বীপেশ রায় চৌধুরী। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ যাত্রার এক প্রত্যক্ষদর্শী। অনুষ্ঠানে তিনি শান্তিনিকেতন থেকে কবিগুরুর শেষ বিদায়ের মুহূর্তগুলি তুলে ধরেন এবং নিজের স্মৃতিচারণায় উপস্থিত দর্শকদের আবেগপ্রবণ করে তোলেন।
রবীন্দ্র গবেষক অধ্যাপক অমৃত্রসূদন ভট্টাচার্য কবিগুরুর অন্তিম সময় ও তার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রাখেন। তিনি রবীন্দ্রনাথের জীবন ও কর্মের গভীর দিকগুলি তুলে ধরেন যা আজও সমানভাবে প্রাসঙ্গিক।
অনুষ্ঠানের আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেন কুশাঙ্কুরের প্রতিষ্ঠাতা মৃণালকান্তি দাস। সারাদিনব্যাপী অনুষ্ঠানে কবিতা, সংগীত, নাটক ও নৃত্যের মাধ্যমে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রতি বছর আয়োজিত হয় এই ঐতিহাসিক মুহূর্ত। উদ্দেশ্য একটাই শান্তিনিকেতনের সঙ্গে কবিগুরুর শেষ বিদায়ের ইতিহাস ভিত্তিক স্মরণকে স্মৃতিতে ধরে রাখা।
(www.theoffnews.com Shantiniketan Rabindranath Tagore)
Post A Comment:
0 comments so far,add yours