দেবর্ষি মজুমদার, সিনিয়র জার্নালিস্ট, বীরভূম:

বাঁশি সকলের হৃদয়ে বাজে, সকল হৃদয়ে বিরাজে। তার সুর ধরতে জানতে হয়। বর্ষবরণের এক অভিনব সন্ধ্যায় মিলন বিরহ প্রেম অনাগত দিনে আরও সুখকর বার্তা বয়ে আনুক এই প্রার্থনার মধ্য দিয়ে একটি সুস্থ সংস্কৃতি সন্ধ্যা উপভোগ করলো বড়শাল গ্রাম। শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় বড়শাল দক্ষিণা কালী তলা নাটমন্দিরে গীতাঞ্জলি শিক্ষায়তনের সাংস্কৃতিক সন্ধ্যায় গীতিনাট্য "মৃদুল মধুর বংশি বাজে " রাতুল হৃদয়ে বয়ে আনলো বাৎসল্য রস, অন্তিমে মাথুর বিরহরস। অনুষ্ঠানের মূলে সুর বেঁধে দেয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন কৃষ্ণ সংবাদে শ্রী গীতার স্তোত্র। যা শেষ পর্যন্ত ছিল অটুট গ্রন্থিল অনিন্দ্য সুন্দর। যন্ত্র অনুষঙ্গ সহচর্যে গীত সঙ্গীত, নৃত্য বিহঙ্গে প্রেম বিরহ, কর্মযোগ অধ্যাত্মিকতার বুননে এক অপূর্ব গীতিনাট্য উপহার দিলো গীতাঞ্জলি শিক্ষায়তন ও তার কলাকুশলীরা। গীতাঞ্জলি শিক্ষায়তনের কর্ণধার প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় ও রজত মুখোপাধ্যায় জানান, "ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব, গোঠ পর্ব, রাস, কংস বধের আগে বৃন্দাবন ত্যাগ বাৎসল্য, মাথুর বিরহ রস এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবেশন করতে পেরে আমরা ধন্য। আমাদের সকলের চলার পথ সুমসৃণ হোক এই টুকুই প্রার্থনা। অনুষ্ঠানে মোট চব্বিশটি সঙ্গীত ও নৃত্য পরিবেশনায় সমগ্র নাটিকা সার্থক হয়ে ওঠে। গ্রামের  বাসিন্দারা ছাড়াও অনেক অতিথি এসেছিলেন শহর থেকে। তাঁরা জানান, বিরতি বিহীন সঙ্গীত নৃত্যের মূর্চ্ছনায় আবেগের ঝড় তুলেছে সঙ্গীত শিল্পী থেকে নৃত্য শিল্পীরা। কবিতার সহজপাঠের কলাকুশলীদের আবৃত্তি পাঠ ও তার কর্ণধার তথা অনুষ্ঠানের সঞ্চালিকা স্বাগতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে এক অন্য মাত্রা এনে দেয়।

(www.theoffnews.com Birbhum cultural programme)


Share To:
Next
This is the most recent post.
Previous
Older Post

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours