দেবর্ষি মজুমদার, সিনিয়র জার্নালিস্ট, বীরভূম:

প্রকৃতির নিয়মই শূন্য স্থান পূরণ করা। প্রতি বছর শান্তিনিকেতনে বসন্ত বরণের মতো প্রকৃতির উৎসবের দিকে চেয়ে থাকে সর্বজনসাধারণ। এক,  বিশ্বভারতী এবং দুই,  সোনাঝুরি হাটে মানুষের দুর্নিবার আকর্ষণ থাকে। এবার নিয়মের বেড়াজালে দুটোতেই সাধারণ মানুষ বঞ্চিত। কিন্তু তা বলে প্রকৃতি রিক্ত থাকবে? বোধকরি প্রকৃতির এমন অভিরুচি নয়।

এই দুটো উৎসবকে এক আঙ্গিকে হৃদয়ে গ্ৰহণ করে, শান্তিনিকেতনের অদূরে শান্তিনিকেতন ইন্সটিটিউট অফ টেকনলোজি আয়োজন করতে চলেছে বসন্ত সমাগম। আহ্বান উন্মুক্ত সকলের জন্য। 

উল্লখ্য, আদিবাসীরা শালগাছকে বলে সারজম দারি। আর সেই গাছের ফুলকে বলে সারজম বাহা। শাল গাছে ফুল ধরলে শুরু হয় আদিবাসীদের বাহা পরব। দোলের মত রঙের খেলা নয়, জল দিয়ে আর শালফুল দিয়ে এই পরব। জল দিয়ে পা ধুয়ে দেওয়া ও বাড়ি বাড়ি গিয়ে শালের ফুল দিয়ে শুরু এই বাহা উৎসব। এই সময় বীরভূমের বিভিন্ন এলাকায় বিভিন্ন দিনে শুরু হয় বাহা পরব। ঋতু বন্দনার মধ্য দিয়ে আদিবাসীদের বর্ষ বরণ। এই অনুষ্ঠানের আয়োজক পজেটিভ বার্তা। সহযোগিতায় ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম ও অল বেঙ্গল নার্সিং হোম এ্যাণ্ড হসপিটাল ওনার্স এ্যাসোসিয়েশন। আগামী ১৪ মার্চ ভোর পাঁচটা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। অংশগ্রহণ করবে ১০টি আদিবাসী নৃত্য দল। ফুল, জল প্রকৃতির রঙ শুধু গায়ে নয়, মনকে রাঙিয়ে নেওয়া। শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে পড়ুয়ারাও রঙের বসন্ত বরণে নৃত্য গীতে ভরিয়ে তুলবে-- "রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে--

তোমার আপন রাগে, তোমার গোপন রাগে-।" আদিবাসী সম্প্রদায়, বাঙালি সকলের সম্প্রীতি ও সংস্কৃতির মিলনক্ষেত্র হয়ে উঠবে তার পুরাতন ঐতিহ্যে, বলে জানান প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক মলয় পীট।

(www.theoffnews.com Baha festival Shantiniketan Birbhum)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours