সুকন্যা পাল, ম্যানেজিং এডিটর, দ্য অফনিউজ, কলকাতা:

ভবাপাগলার জীবনী ও কর্মধারা আপামোর মানুষের কাছে ছড়িয়ে দেবার সংকল্প নিয়ে লেখক প্রাণকৃষ্ণ মিশ্র লিখেছেন ‘উচ্চকোটির উপাসক সংগীত সাধক ভাবপাগলা জীবন সাধনা ও গান।’

কলকাতা বইমেলা ২০২৫'এ বইটির আত্মপ্রকাশ ঘটেছে। বইটি পড়তে পড়তে বুঝেছি এই বইটি লেখকের লেখা নির্ভেজাল একটি গবেষণামূলক বই। 

এ যাবৎ কালে সাধক ভাবপাগলার জীবন সাধনা ও গান নিয়ে বাংলা সাহিত্য জগতে দ্বিতীয় কোনও বই নেই বলেই যতদূর জানি। যদিও ভবাপাগলার বিভিন্ন আশ্রমে তাঁর জীবনী ও গানের কিছু কিছু বই পাওয়া যায়। 

প্রাণকৃষ্ণ মিশ্র`র লেখা যতটুকু পড়েছি সেখানে পেয়েছি গতিশীলতা। সহজ সরল ভাষায় একটা ঝকঝকে সাধক জীবন নির্ভর খাঁটি পরিবেশন। 

ভবাপাগলা সম্পর্কে অনেক অজানা তথ্য লেখক এই বইটিতে তুলে ধরেছেন। আমার মনে হয়েছে এই বইটি দুই বঙ্গের ভবিষ্যত প্রজন্মের বাউল শিল্পী ও গবেষক ছাত্রছাত্রীদের অবশ্য পাঠ্য হবে। 

লেখক সাধক ভাবপাগলা রচিত অসংখ্য বাউল, ভক্তিগীতি, ভাটিয়ালী, পল্লীগীতি লিপিবদ্ধ করেছেন। সাক্ষাৎ ভবাপাগলার সংস্পর্শে এসেছিলেন এমন কয়েকজন সাধারণ মানুষের সাক্ষাৎকার বইটিতে লিপিবদ্ধ হয়েছে। 

 আমার বিশ্বাস এই গ্রন্থটি আমার মতো অন্যান্য পাঠকদেরও ভালো লাগবে।

প্রকাশক: বাংলার মুখ প্রকাশন 

ঠিকানা - 21/1A, Patuatola Ln, College Row, Baithakkhana, Kolkata, West Bengal 700009

দূরভাষ: +91 90514 46299

(www.theoffnews.com book Bhabapagla)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours