দেবর্ষি মজুমদার, সিনিয়র জার্নালিস্ট, বীরভূম:

সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয়ে দিনকে দিন কমছে পড়ুয়ার সংখ্যা। হাল ফেরাতে পড়ুয়াদের বাড়ি বাড়ি যাচ্ছেন শিক্ষকেরা। খোঁজ খবর নিয়ে তাঁরা জানতে চাইছেন, পড়ুয়ারা কেন স্কুল যেতে চাইছে না? 

"মহম্মদ যদি পর্বতের কাছে আসতে না পারেন, তা হলে পর্বতকেই মহম্মদের দুয়ারে যেতে হয়।" প্রবাদের মতো শুনতে লাগলেও, এই হালহকিকত নলহাটি পূর্ব চক্রের অধীনে ভদ্রপুরে পূর্ব গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে। স্বাধীনতার পরের বছর অর্থাৎ ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই স্কুল। অথচ স্কুলের এখন বেহাল দশা। এনিয়ে অভিভাবক সহ এলাকাবাসীরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ বলেছেন, অভিভাবকদের পয়সা হয়েছে তাই বেসরকারি বিদ্যালয়ে যাচ্ছেন। চাঁদ বিবির মেয়ে রেশমিন খাতুন চতুর্থ শ্রেণি এবং সাকিরা বিবির মেয়ে শবনম খাতুন দ্বিতীয় শ্রেণিতে পড়ে। তারা জানান, স্কুলে ভালো পড়াশোনা হয়। শুক্রবার স্কুলে খুবই কম সংখ্যক পড়ুয়া হাজির ছিল। এক পড়ুয়া জানায়, তারা পাঁচ জন এসেছে। অথচ স্কুলের খাতায় পড়ুয়ার সংখ্যা ১১৪ জন। উপস্থিত পড়ুয়া সহ দু'এক জন অভিভাবক জানায় যে স্কুলে ভালো পড়াশোনা হয়। কোনও কোনও পড়ুয়া আবার একই সঙ্গে সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি হয়ে থাকায়, পালা করে দুই স্কুলে হাজিরা দেয়। করম খান, জাহমুদ সেখের মতো এলাকাবাসীরা সরাসরি স্কুলের দিকে আঙুল তুলে বলেন, স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যদের অনেকে দেরী করে স্কুলে আসেন। কোনও নিয়ম শৃঙ্খলা নেই। নাম না করে অভিযোগ তুলে করম শেখ বলেন, স্কুলের কোনও এক শিক্ষক বেসরকারি স্কুলের সঙ্গে যুক্ত। তাছাড়া মিড ডে মিলের খাবার নিম্ন মানের। তবে কেন তারা সরকারি স্কুলে ছেলে মেয়েদের পাঠাবে? 

শুক্রবার গ্ৰামের ভিতরে পড়ুয়াদের খোঁজে যে দু'জন শিক্ষককে দেখা গেল, তাঁদের মধ্যে অজিত মাল নামে একজন শিক্ষক জানান, ১১৪ জন পড়ুয়ার মধ্যে ২০ থেকে ২২ জন পড়ুয়া নিয়মিত স্কুলে আসে। প্রত্যেকেই পোশাক দেওয়া হয়েছে। মিড ডে মিলের  ব্যাপারে জেলা প্রাথমিক সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক বলেন, "যে সব স্কুলে পড়ুয়া কম সেখানে কেন্দ্র সরকারের বরাদ্দ শূন্য। তাছাড়াও পঞ্চাশ শতাংশ বরাদ্দ নেই। এই কারণে অনেক স্কুলে শিক্ষকেরা নিজেদের পকেট থেকে অর্থ ব্যয় করে মিড ডে মিল খাতে ব্যয় করেন। তবে যদি কোনও শিক্ষক বানিজ্যিক লাভের সঙ্গে যুক্ত থাকেন সেটা দেখবেন। পাশাপাশি, স্কুলে দেরি করে আসা নিয়ে এস আইয়ের সাথে কথা বলবেন।"

(www.theoffnews.com school teachers Birbhum)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours