সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:
(সোমালির রূপকথা)
অনেক অনেক দিন আগে একটা ছাগী আর একটা ভেড়া একটা সুন্দর বাড়িতে একসঙ্গে বাস করতো। একদিন তারা ঘাস খেতে বাড়ির বাইরে বেরিয়েছিল। ছাগীটা বাড়ি ফেরার সময় দেখল একটা সাপ তাদের বাড়িটা থেকে বেরিয়ে আসছে। সাপটা বাড়ির দরজার কাছে এসে থেমে গেল। বাড়িটাতে যেই-ই ঢুকতে চাইবে তাকেই সে খাবে বলে সে সেখানে অপেক্ষা করছিল। ছাগীটা এক ছুটে ভেড়াটার কাছে গিয়ে বলল – “আমাদের বাড়িটা থেকে একটা সাপকে বেরিয়ে আসতে দেখলাম। আমরা এখন কী করবো?” ভেড়া বলল, “সাপটা ঠিক কোথায় আছে একবার আমাকে দেখাও।" তারা দুজনেই তাদের বাড়ির সামনে তাদেরকে খাবে বলে সাপটাকে অপেক্ষা করতে দেখল। তারা প্রাণের ভয়ে সেখান থেকে যত তাড়াতাড়ি পারলো ছুটে পালালো। ছুটতে ছুটতে তারা কলার বাগানে একটা বাঁদরের বাসায় পৌঁছাল। তারা বাঁদরের কাছে একটু জল, দুধ আর একটু শোবার জায়গার জন্য মিনতি জানাল। বাঁদর জিজ্ঞেস করল, “তোমাদের এরকম অবস্থা কেন?” তারা সমস্বরে বলে উঠল, “আমাদের বাড়িতে একটা ভয়ঙ্কর সাপ ডেরা বেঁধেছে।" তাদের এই দুরবস্থা দেখে বাঁদরের এত খারাপ লাগল যে সে তাদেরকে খাবার আর পানীয় জল দিল। তারপর সে তাদের দুজনকে নিয়ে গেল কলাপাতা দিয়ে বানানো একটা দারুণ সুন্দর বাড়িতে। তারা বাঁদরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সেখানে শুয়ে ঘুমিয়ে পড়ল। তাদের ঘুম ভাঙার পর বাঁদর তাদের কাছে প্রস্তাব রাখল, “আমার সঙ্গে তোমরা এই বাড়িতে বাস করতে পারো। আমরা একসঙ্গে থাকবো। সবাই সবাইকে সাহায্য করবো।" ভেড়া আর ছাগল যারপরনাই খুশি হলো। তারা বাঁদরের বন্ধু হলো আর তখন থেকেই তাদের বন্ধুত্ব আজ পর্যন্ত অটুট আছে। একসঙ্গে তারা যে কোনও শত্রুর মোকাবিলা করতে পারে।
মূল বক্তব্য: 'সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে।'
(www.theoffnews.com Somali folk tales)
Post A Comment:
0 comments so far,add yours