সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:

(টাইরানোসরের লাস্ট সাপার থেকে শুরু করে ডাইনো দৈত্যদের প্রাচীন বাসা, এই বছরটিতে ডাইনোসর এবং দীর্ঘকাল আগে বিলুপ্ত অন্যান্য প্রাণীদের সম্পর্কে প্রচুর নতুন তথ্য বিশদে আবিষ্কৃত হয়েছে

পৃথিবীতে ডাইনোসরদের রাজত্ব প্রথমে বিস্ফোরকভাবে তারপরে ধুলোয় শেষ হয়েছিল যখন প্রায় ৬ কোটি ৬০ লক্ষ বছর আগে একটি গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়েছিল। কিন্তু ডাইনোসররা এবং তাদের সহচর অন্যান্য প্রাচীন প্রাণীরা তাদের জীবাশ্মে যে বহুসংখ্যক গোপন তথ্য লুকিয়ে রেখেছে সেই রহস্যগুলি বের করার জন্য জীবাশ্মবিদরা দিবারাত্র প্রাণপাত করছেন।  ডাইনোসর এবং বহু আগে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী সম্বন্ধে ২০২৩ সালে যেসব দুর্দান্ত আবিষ্কার হয়েছে তার কয়েকটি দেখা যাক।)

২) উত্তর ডাকোটান 'সমুদ্র ড্রাগন', জোরমুনগান্দ্র

গত অক্টোবরে, জীবাশ্মবিদরা জরমুনগান্ডার ওয়ালহালেনসিস আবিষ্কারের ঘোষণা করেছিলেন - একটি ২৪ ফুট লম্বা টিকটিকি যা প্রায় ৮ কোটি বছর আগে ‘ওয়েস্টার্ন ইন্টেরিয়র সীওয়ে’-তে বাস করতো। মোসাসররা ছিল বিশাল সরীসৃপ যারা ক্রিটেসিয়াস যুগে বিশ্বের মহাসাগর শাসন করতো এবং প্রাচীন সমুদ্রপথের উত্তরতম অংশে পাওয়া মোসাসরদের মধ্যে অন্যতম জে. ওয়ালহালেনসিস তার কোনও ব্যতিক্রম ছিল না। নরওয়ে পৌরাণিক চরিত্র লোকির ছেলের নামে ফসিলটির নামকরণ করা হয়েছে কারণ নর্থ ডাকোটার ওয়ালহাল্লাতে এটির সন্ধান পাওয়া গিয়েছিল।

৩) বায়ুবাহিত ধূলিকণা হয়তো ডাইনোসরদের হত্যা করেছে

ক্রিটেসিয়াস-প্যালিওজিন যুগে ইউকাটান পেনিনসুলার অদূরে সমুদ্রে একটি গ্রহাণু ১০০ মিলিয়ন মেগাটনের শক্তি নিয়ে আছড়ে পড়ার পর চিক্সালাব ক্রেটারের প্রভাবে পৃথিবীর যে প্রায় তিন চতুর্থাংশ প্রাণ বিনষ্ট হয়ে যায় সেই গণবিলুপ্তিই সম্ভবত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মনোযোগ পেয়েছে। গত বছর একদল গবেষক দাবি করেছেন যে ক্রিটেসিয়াস-প্যালিওজিন ইভেন্টের ফলে উৎসারিত ধূলিকণা এবং গন্ধকই ছিল পাখিদের পূর্বপুরুষ ছাড়া বাকি সব ডাইনোসরের গণবিলুপ্তির প্রধান কারণ; তাঁদের গণনা অনুসারে এই ধূলিকণা পৃথিবীর বায়ুমন্ডলে ১৫ বছর ধরে বিদ্যমান ছিল, যা ভেদ করে কোনও সূর্যালোক পৃথিবীতে প্রবেশ করতে পারেনি, ফলে পৃথিবীর তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছিল। এই গবেষণাপত্রটি ‘নেচার জিওসায়েন্স’-এ সম্প্রতি প্রকাশিত হয়েছে। (ক্রমশঃ)

(www.theoffnews.com dinosaur)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours