সোমনাথ রায়, প্রত্নগবেষক, প্রাবন্ধিক ও অনুবাদক, দুর্গাপুর:
রাশিয়ার নীতিগল্প
মূল লেখক: সের্গেই মিখালকভ
একদিন খানিকটা চেরি লিক্যুয়র (লিকার) বানানোর পর কয়েকটা চেরি ফল উঠোনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। একটা মোরগ মাটি খুঁটতে খুঁটতে সেগুলো দেখতে পেয়ে টপাটপ খেয়ে ফেলল। আকন্ঠ খেয়ে সে খুঁজতে বেরল কার সঙ্গে পাঙ্গা নেওয়া যায়...। তারপরে একটা বলবার মত লড়াই হল বটে! তার পরিষ্কার মনে আছে যে একটা জবরদস্ত লড়াই সে লড়েছিল...। সকালে ঘুম থেকে উঠে সে একটা ডোবার জলে নিজের প্রতিবিম্ব দেখে হতচকিত হয়ে গেল – তার ডান চোখটা কালসিটে পড়ে ফুলে ঢোল, তার ঝুঁটিটা একদিকে হেলে গেছে আর সেটাও ফুলে রয়েছে। তার অত সুন্দর বাহারি লেজে দুটি মাত্র পালক টিকে রয়েছে আর তার সারা শরীরে কি ভয়ানক কটকটে বেদনা...।
মোরগ মনে করার খুব চেষ্টা করল - “কাল আমি কার সঙ্গে লড়াই করেছিলাম?”
সে কুকুর ছানাকে জিজ্ঞেস করল – “লড়াইটা কি রাজহাঁসের সঙ্গে হয়েছিল?”
কুকুর ছানা বলল – “না।”
“সম্ভবত এটা টার্কির সঙ্গে হয়েছিল?”
কুকুর ছানা বলল – “না।”
“তাহলে কি আমি বেড়ালের ওপর ঝাঁপিয়ে পড়েছিলাম?”
কুকুর ছানা বলল – “না।”
“তাহলে সত্যি আমি কুকুরকে আক্রমণ করেছিলাম?”
মোরগ কিছুতেই তার মুখ থেকে কথা আর বের করতে পারে না।
কুকুর ছানা বলল – “না।”
“তাহলে কাল আমার এই হাল করল কে?”
কুকুর ছানা বলল – “মুরগি।”
[চেরি ব্র্যান্ডি বানানো বা বেলজিয়ামে যাকে বলা হয় ‘ক্রিকেনবোরেল’ বলা হয়, ইউরোপে বড়দিন উদযাপন এবং শীতের আবাহন সূচক এক ঐতিহ্যময় রীতি – অনুবাদক সোমনাথ রায়]
(www.theoffnews.com Cherry Brandy Russian folk tales)
Post A Comment:
0 comments so far,add yours