দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

বড়শাল দক্ষিণা সংঘের সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্গদা নৃত্যনাট‍্য মনে করিয়ে দিল শান্তিনিকেতন ঘরানাকে। মনিপুরের রাজকাহিনী অবলম্বনে কবির ভাবনার বিমূর্ত ছোঁয়ায় মেতে উঠলো রামপুরহাটের নিকটে বড়শাল গ্রাম।  

নৃত্য নাট‍্যের নির্দেশনায় ছিলেন স্বাগতা বন্দ‍্যোপাধ‍্যায় ও অচিন্ত‍্য মুখোপাধ‍্যায়। মুখবন্ধের ভাষ‍্যে উঠে আসে নারী পুরুষের চিরন্তনী চিরদ্বন্দ্বের ইতিকথার অনুপম মেলবন্ধন। নৃত‍্য নাট‍্যে পুত্র প্রার্থী মনিপুর রাজের ঘরে রাজেন্দ্র নন্দিনী চিত্রাঙ্গদা পুরুষ পুঙ্গব সাজে আচরণে কৌন্তেয় অর্জুনের কাছে ছিল আকর্ষণ হীন, কুরূপা। প্রত‍্যাখ‍্যাত হলেন ব্রহ্মচারী অর্জুনের কাছে। কামদেব ও বসন্তের বরদানে কমনীয় সুরূপা হয়ে উঠলেন চিত্রাঙ্গদা। তখন ব্রতধারী অর্জুন তাঁর সৌন্দর্যে মধুপর মতো আকৃষ্ট হলেন। তখনই চিত্রাঙ্গদার মনে প্রশ্ন জাগলো: বহির্সৌন্দর্য না অন্তরের সৌন্দর্য কোনটা একজন পুরুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠা উচিৎ। চিত্রাঙ্গদা বলে উঠলেন: আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী। নহি দেবী, নহি সামান্য নারী। পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে সে নহি নহি, হেলা করি মোরে রাখিবে পিছে সে নহি নহি। যদি পার্শ্বে রাখ মোরে সঙ্কটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে  সহায় হতে, পাবে তুমি চিনিতে মোরে। আজ শুধু করি নিবেদন - আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্রনন্দিনী।  চিত্রাঙ্গদার মতো পার্থরও রূপান্তর হয়। অর্জুন যেন বলতে বাধ‍্য হয়। সে বলে ওঠে: ধন‍্য ধন‍্য আমি। শুনি সিংহাসনা যেন সে সিংহবাহিনী। 

নৃত‍্য নাট‍্যে কুশিলবরা হলেন গ্রামের কচিকাচা চিত্রাঙ্গদার নাম ভুমিকায় মৌপর্ণা দত্ত, মৌমিতা বন্দ‍্যোপাধ‍্যায়, অর্জুন স্নিগ্ধা মণ্ডল, সখীগণের ভূমিকায় প্রতীক্ষা দত্ত, সৌমিতা বন্দ‍্যোপাধ‍্যায়, অন্বেষা মণ্ডল, অনন‍্যা চট্টোপাধ্যায়, মদনদেবের ভূমিকায় পলি চৌধুরী। এছাড়াও স্বাগতা বন্দ‍্যোপাধ‍্যায়ের পরিচালনায় সুকুমার রায়ের  আবোলতাবোল শতবর্ষের আলোকে কবিতার পাঠশালার নিবেদন করে অনমিত্র, অরিত্র, দেবায়ন, অদিত্রী, শ্রীজিতা, অন্তরা, অদ্রিজা, পলি, অনন‍্যা, আরাধ‍্যা, স্বর্ণালী, মৌপর্ণা, স্নিগ্ধা, ইশিকা ও অন্বেষা। শেষপাতে ছিল লোহাপুর চারুবালা গার্লস হাইস্কুলের শিক্ষিকা ওয়াহিদা খনমের অনবদ‍্য সুরেলা কণ্ঠের নস্টালজিক সঙ্গীত পরিবেশন। দক্ষিণা সঙ্ঘের পক্ষে ত্রিদিব ভট্টাচার্য জানান, সম্প্রীতির পরিমণ্ডলে বড়শাল এক চিরনতুন সাংস্কৃতিক গ্রাম।

(www.theoffnews.com Chitrangada dance)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours