দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:

অনুব্রত ওরফে কেষ্টর নেতৃত্বে বীরভূমের দলীয় কর্মকাণ্ড এগিয়ে যাওয়ার সিদ্ধান্তে শিলমোহর পড়লো বোলপুর তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠকে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল, অভিজিৎ সিংহ, মন্ত্রী চন্দ্রনাথ  সিনহা, সুদীপ্ত ঘোষ, ডেপুটি স্পিকার আশীষ বন্দ‍্যোপাধ‍্যায়, জেলা সভাধিপতি কাজল শেখ।

সমস্ত বিতর্কে জল ঢেলে দীর্ঘদিন পর ফের কাজল শেখ ও অনুব্রত মণ্ডল এক জায়গাতে। এদিনের বৈঠকে কাজল ও অনুব্রত ছাড়াও উপস্থিত ছিলেন অন‍্যান‍্য সদস‍্যরা। এদিনের বৈঠকে উন্নয়ন নিয়ে  আলোচনা ছাড়াও সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় বিকাশ রায় চৌধুরী থাকবেন কোর কমিটির আহ্বায়ক। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে বসবে কোর কমিটির বৈঠক। মুখ‍্যমন্ত্রীর কাছ থেকে পরবর্তী কোনও নির্দেশ না আসা পর্যন্ত অনুব্রতকে জেলার ক‍্যাপ্টেন হিসেবে রেখেই চলবে সমস্ত কাজ। অর্থাৎ তিনি থাকছেন জেলা কমিটির সভাপতি এবং কোর কমিটির ক‍্যাপ্টেন। 

জেলা কমিটি ও কোর কমিটি এক সঙ্গে চলবে কিনা সে বিষয়ে পরবর্তী কোর কমিটির বৈঠকে ঠিক হবে বলে সূত্রের খবর।

কাজল শেখ বলেন, আজকে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। কোনও ব‍্যক্তি কেন্দ্রিক নয়। দলনেত্রী এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৈঠক হয়েছে। পঞ্চায়েত ধরে ধরে আলোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী বলেন, কাজল শেখ বললেন, আমরাও সব সময় বলি ও মানি অনুব্রত মণ্ডল আমাদের অভিভাবক। তাঁকে আমরা সবাই খুবই শ্রদ্ধা করি। তাঁর পরামর্শ মোতাবেক আমরা এগিয়ে চলবো। এক্ষেত্রে কোর কমিটি বা জেলা কমিটি নিয়ে কোনও বিভেদ নেই। আগামী ১৫ ডিসেম্বরে রামপুরহাটে কোর কমিটির বৈঠক হবে।

(www.theoffnews.com TMC Anubrata Mondal Birbhum Kajal Shekh)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours