সুবীর পাল, এডিটর, দ্য অফনিউজ:
সিপিএম আরম্ভ করেছেটা কি? একটু তো উলঙ্গপনার শরম থাকা দরকার নাকি? কি অবস্থা দলটার। বাচ্চা চিকিৎসকেরা আন্দোলন করছে না খেয়ে। আর আলিমুদ্দিনবাবুরা ছক কষছেন যেনতেন প্রকারেণ ওই আন্দোলনের ঘাড়ে চেপে নিজেদের প্রাসঙ্গিক করে তোলার চুটকি হিসেব নিকেষ। আরে হিম্মৎ থাকে তো নিজস্ব কর্মসূচী গড়ে তুলুন। নিজেদের আন্দোলনে কত মানুষ যে জড়ো হয় আজকাল তাতো আপনারাও যথেষ্টই অবহিত। তাই শকুনের মতো অনাহার আন্দোলনে আপনাদের অযাচিত পরনির্ভরতা সত্যিই বড্ড দৃষ্টিকটু।
একেতো রাজ্যের সংসদীয় রাজনীতিতে শূন্যে গিয়ে ঠেকেছে পরপর বহু বছর। যখন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে বিজেপি ও কংগ্রেস নেতৃত্ব গিয়েছিলেন তখন চিকিৎসকরা গো ব্যাক স্লোগান তুলেছিলেন। তখন তো আলিমুদ্দিন স্ট্রিটে পরশ্রীকাতরতার কড়া ছিলিমে সিপিএম নেতৃত্বের সুখটান ছিল দেখার মতো। কিন্তু দুর্গোৎসবের আবহে ডাক্তারদের অনশন মঞ্চে সিপিএম সমর্থকদের আগ বাড়িয়ে ভিড় জমানোর যেই বিরোধিতা করলো জুনিয়র চিকিৎসকেরা, অমনি রে রে করে উঠেছে বাম লবি। ব্যাস গাঁয়ে মানে না আপনি মোড়ল সম সিপিএমের লাগলো আঁতে ঘা। সিপিএমের কর্মী সমর্থকদের শুরু হলো অনর্গল গালমন্দ। অনশনরত চিকিৎসকদের বাপবাপান্ত করে।
আমি বরাবরই বলে এসেছি সিপিএম হলো দেশের মধ্যে সবচেয়ে নির্লজ্জ সুবিধাবাদী দল। সিপিএম মিথ্যা প্রলাপ বকছে। সেদিন সিপিএমের আন্দোলনরত মিনাক্ষী যেমন সেখানে ছিল তেমন একই ইস্যুতে তুঙ্গ প্রতিবাদী বিজেপির অগ্নিমিত্রার উপস্থিতি অস্বীকার করা হচ্ছে পরিকল্পিত অসভ্যতামিতে। মিনাক্ষী মৃতদেহ আটকাতে চেষ্টা করেছিল অবশ্যই সত্য। তাই বলে চিকিৎসকদের আন্দোলনে সিপিএমকে ডুগডুগি বাজাতে দিতে হবে, আর বিজেপি, কংগ্রেসকে দূরে রাখতে হবে, এটা তো ব্ল্যাকমেইলিংয়ের আব্দার। মৃতদেহ আটকাবার চেষ্টা করে কি সংশ্লিষ্ট সবার কর্মসূচির ইজারা আদায়ের শর্ত সিপিএমকে দিতে হবে নাকি? ব্রাত্য হলে সব রাজনৈতিক দল অচ্ছুত হোক। অন্যথায় সব রাজনৈতিক দলকেই সরাসরি পাশে থাকার আবেদন জানানো হোক। জনসমাগমের মধু আছে তাই সিপিএম চিকিৎসকদের হাঙ্গার স্ট্রাইক নিয়ে অসভ্য বায়না আরম্ভ করেছে। অতোই যখন মৃতদেহ আটকানোর শর্ত দাবি করা হচ্ছে তো মৃতার মা বাবাও তো হাঙ্গার স্ট্রাইক পুজোয় করেছেন, সেখানে তো সিপিএমের কোনও নেতার ছুঁকছুঁকানি দেখলাম না। কেন সেখানে মধু নেই নাকি? ৩৪ বছর ধরে সিপিএমের বজ্জাতির শাসন দেখেছি। এই বজ্জাতির ট্র্যাডিশন থেকে সিপিএম যে এখনও সরে আসতে পারেনি তা ফের স্পষ্ট হয়ে গেল। মৃতদেহ আটকানো নিয়ে সিপিএম যা করছে তা আদতে ফোর টোয়েন্টি ব্ল্যাকমেইলিং রাজনীতির সমার্থক।
(www.theoffnews.com junior doctors hunger strike CPM)
Post A Comment:
0 comments so far,add yours