প্রাণকৃষ্ণ মিশ্র, লেখক, কালনা, পূর্ব বর্ধমান:

বাংলার কোন মিডিয়ায় কৃষক ও শ্রমিকদের নিয়ে কোন ধারাবাহিক টেলিকাস্টিং নেই। 

একদম করে না তা নয়, যে খবরে মিডিয়ার লাভ কেবলমাত্র সেই খবরটুকু করে। 

আমার মনে হয়, কৃষক ও শ্রমিকদের উচিত এই ধরণের মিডিয়াকে বয়কট করা। 

উদাহরণ দিই। 

সারাবছর কৃষকদের সমস্যা। জিনিসপত্রের দাম। কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছেন কিনা! কৃষকের জন্য সরকারি প্রকল্পের সুযোগ কৃষক কতটা পাচ্ছেন, সত্যিই পাচ্ছেন কিনা কোন খবর নেই। 

মনে পরে, সরকারি চ্যানেল ডিডি১ -এ কৃষকদের জন্য খবর থাকতো। কৃষি বিশেষজ্ঞদের এনে পরামর্শ দান করা হতো। 

আজ ওই চ্যানেল কেউ দেখেন না। দেখেন না কারণ এই সংস্থাগুলির দৌরাত্মের কারণেই। তাছাড়া আমাদের দেশের সরকার, ওই চ্যানেলগুলোকে উন্নতির ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। হয়ত এও এক পরিকল্পিত ষড়যন্ত্র। যে ষড়যন্ত্রের কারনেই বিএসএনএল ধুঁকছে। ব্যাঙ্ক, বীমাকে দুর্বল করা হচ্ছে। 

এবার প্রারম্ভিক আলোচ্য প্রসঙ্গেই না হয় ফোকাস করা যাক। 

রাজ্যের এবং দেশের কৃষকদের দুরবস্থা নিয়ে কোনও মিডিয়ায় কোনও খবর সম্প্রচার নেই। হঠাৎ ঝড়, অতিবৃষ্টিজনিত কারনে টুকটাক খবর ছাড়া কিছুই করা হয় না। 

শিল্প শ্রমিক বা অসংগঠিত শ্রমিকদের নিয়ে কোনও খবর তো থাকেই না। এরকম চললে আমাদের অন্নদাতারা অদূর  ভবিষ্যতে একদিন হারিয়ে যাবেন। কৃষকদের কৃষিকাজে উৎসাহ হারিয়ে যাবে। এখনই হারিয়ে যাচ্ছে। 

তাঁদের উৎসাহ দান কে করবে? আর কেনই বা করতে হবে? তা কিন্তু ভাবার সময় এসে গেছে। অন্যথায় কোনও এক নতুন অদূর ভোরে কপিবুক নিয়মকে তোয়াক্কা না করে নব্য ধারার টাটকা আন্দোলনের উন্মেষ ঘটবেই। নয়া ভারতের স্বপ্নে প্রস্তুত থেকো। প্রস্তুত হও।

(www.theoffnews.com agriculture labour tv India)


Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours