রণজিৎ গুহ, লেখক ও সমাজকর্মী, দুর্গাপুর:
বাঙালি মনিষীদের জন্মদিন পালনে আমাদের এক অনর্থক তারিখ বিভ্রান্তিতে পড়তে হয়।
জন্মদিন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পালন করব না ইংরেজি ক্যালেন্ডার মোতাবেক?
রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন ১২৬৮ সালে ২৫শে বৈশাখ। ইংরেজি ক্যালেন্ডার মোতাবেক তারিখটা ছিল ১৮৬১ সালে ৬ই মে মধ্যরাত। ১৬৩ বছর পরে এখন ২৫ বৈশাখ ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ৯ই মে। ঠাকুরবাড়িতে যেহেতু আচার অনুষ্ঠান বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পালিত হত সেকারণে রবীন্দ্রনাথের জন্মদিন বরাবর ২৫ বৈশাখই পালিত হয়। কাজি নজরুল ইসলামের জন্মদিনও আমরা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১১ জৈষ্ঠ্যই পালন করি। ২৫মে ভাবিও না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনও ৩১শে ভাদ্র পালিত হয়। কদাচ ১৫ সেপ্টেম্বর নয়।
কিন্তু কি জানি কেন অন্যতম সেরা বাঙালি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আমরা ১২ই আশ্বিনের বদলে ২৬শে সেপ্টেম্বর পালন করি। অনেকে এখন বিদ্যাসাগরের জন্মদিনটাকে পশ্চিমবঙ্গে শিক্ষক দিবস হিসাবে পালনের দাবি তুলেছেন। সে বেশ কথা। তার আগে সুনির্দিষ্টভাবে স্থির হোক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন কবে পালিত হবে। ১২ই আশ্বিন না ২৬শে সেপ্টেম্বর?
প্রসঙ্গত উৎসাহীদের জন্য জানিয়ে রাখি যে কেন বাংলা ও ইংরেজি তারিখের তালমিল ঘটে না।
বাংলা সন প্রাচীন সূর্যসিদ্ধান্তানুযায়ী তৈরি।সূর্যসিদ্ধান্ত অনুযায়ী পৃথিবীর একবার সূর্য প্রদক্ষিণে সময় লাগে ৩৬৫.২৫৮৭৫৬ দিন। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের হিসাবে সূর্য প্রদক্ষিণে পৃথিবীর সময় লাগে ৩৬৫.২৪২২ দিন। অর্থাৎ বাংলা পঞ্জিকায় একবছর প্রকৃত একবছরের চেয়ে ৩৬৫.২৫৮৭৫৬-৩৬৫.২৪২২=০.০১৬৫৫৬ দিন বা ২৩ মিনিট ৫০.৪৩৮৪ সেকেন্ড এগিয়ে চলছে। বাংলা সন প্রায় ২৪ মিনিট এগিয়ে থাকার ফলে প্রতি ৬০ বছরে ইংরেজি ক্যালেন্ডারে একদিন বেড়ে যায়। রাজা শশাঙ্কর আমলে ১লা বৈশাখ হতো ২১/২২শে মার্চ। এরকমই চলতে থাকলে ৯০০ বছর পরে ১লা বৈশাখ ও ১লা মে একই দিনে উদযাপিত হবে।
(www.theoffnews.com Ishwarchandra Vidyasagar birthday)
Post A Comment:
0 comments so far,add yours