দি ব্যুরো, দ্য অফনিউজ, কলকাতা: সুদীর্ঘ ৩৮ বছরের বর্ণময় সাংষ্কৃতিক কার্যকলাপে শিল্পাঞ্জলি এখন একটি সুপরিচিত নাম। ঐতিহ্যময় পুতুল আঙ্গিকের সঙ্গে আধুনিক পুতুল নাটক প্রদর্শনেও সমান দক্ষ শিল্পাঞ্জলির পুতুল শিল্পীরা। শুধু মাত্র পুতুল শিল্পকলার প্রদর্শনই নয়, এই প্রাচীন ও ঐতিহ্যবাহী শিল্পকলার প্রচার ও প্রসারের লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুতুল শিল্পকলার শিক্ষা চর্চা এবং অনুশীলন নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিয়ে আসছেন শিল্পাঞ্জলির পুতুল বিভাগের শিক্ষক শঙ্খব্রত বিশ্বাস ও সোমা মজুমদার। এই উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে সম্প্রতি চাঁদপাড়া ঢাকুরিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পুতুল নাট্যকলার কর্মশালা এবং সেমিনার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলা বাগচী, সভাপতি ,গাইঘাটা পঞ্চায়েত সমিতি, প্রাক্তন শিক্ষক কালীপদ সরকার, প্রধান শিক্ষক রুইদাস কবিরাজ সবাইপুর উচ্চ বিদ্যালয়, সাংবাদিক নীরেশ ভৌমিক, শিক্ষক শ্যামল বিশ্বাস, বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম দে, বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা এবং উক্ত বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী। এদিন অনুষ্ঠিত হলো সেমিনার 'সাংষ্কৃতিক ঐতিহ্যের সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের পরিচয় ঘটানোর পদ্ধতি'।বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক অশোক পাল, ইছাপুর হাই স্কুল, বিশিষ্ট সাংবাদিক অলোক বিশ্বাস, প্রাক্তন শিক্ষক শ্যামল বিশ্বাস, প্রাক্তন প্রধান শিক্ষিকা প্রীতিলতা স্কুল শ্রাবনী মুখোপাধ্যায় এবং সেমিনারের সঞ্চালকের ভূমিকায় ছিলেন সুনীল বিশ্বাস, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বিশরপাড়া কোদালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সমগ্র বিষয়টি মলয় কুমার বিশ্বাস ও দীপালি বিশ্বাসের অভিভাবকত্বে সম্পন্ন হয়। পুতুল শিল্পকলার উৎপত্তি, ইতিহাস, বিস্তার ও প্রকারভেদ আলোচনার পাশাপাশি সব ধরনের পুতুল পরিচালনা পদ্ধতি তাদের প্রদর্শন করেন সংস্থার পুতুল বিভাগের শিক্ষিকা সোমা মজুমদার। পুতুল শিল্পকলার বিশেষ এক আঙ্গিক দন্ড পুতুলের কর্মশালা অনুষ্ঠিত হয়। হাতে-কলমে শিক্ষার্থীদের দন্ড পুতুল তৈরির কলা কৌশল শেখানো হয় এবং তাদের দিয়ে সামাজিক ও পারিবারিক মূল্যবোধের উপর নির্মিত পুতুল নাটক 'বন্ধুত্ব' প্রযোজনা নির্মান করা হয়েছে। (www.theoffnews.com - puppet show)
Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours