সুবীর পাল, সম্পাদক, দ্য অফনিউজ

স্বাধীনতা তুমি,রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।

স্বাধীনতা আমার, রবিকবির অজেয় জনগণমন, ভারতের অন্তরাত্মার অন্তত সুর।

স্বাধীনতা তুমি, পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল।

স্বাধীনতা আমার, গণতান্ত্রিক মধুময় তামরসে মোদী মমতার এগিয়ে চলার প্রত্যয়ে তুমুল রাজনৈতিক বিতন্ডা। 

স্বাধীনতা তুমি, ফসলের মাঠে কৃষকের হাসি।

স্বাধীনতা আমার, বোকারো ইস্পাত কারখানার অবিরাম চিমনি ধোঁয়ায় শ্রমিকের হাতে গ্রিস কালি লাগা।

স্বাধীনতা তুমি, রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।

স্বাধীনতা আমার, ২৯ রাজ্য, ৭টি কেন্দ্রীয় শাসিত অঞ্চল, ১৬১৮ টা ভাষা, ৬৪০০ জাতি, ৬ টি ধর্ম, ৬ ধরণের মানব গোষ্ঠী, ২৯ টি সার্বজনীন উৎসব, অথচ একটি মাত্র দেশ, মেরা ভারত মহান।

স্বাধীনতা তুমি, মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।

স্বাধীনতা আমার, ডিজিটাল ভারতে এক স্বপ্ন দেখা মেক ইন ইন্ডিয়ার চলমান বিশ্ব-বাস্তবতা।

স্বাধীনতা তুমি, বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ।

স্বাধীনতা আমার, ব্যক্তি আক্রমন পাশ কাটিয়ে এখনও আপোষহীন সংবাদ পরিবেশনে খিদের পেটে জনা কয়েক সাংবাদিকের লেখা অর্জুণের পাখির চোখ।

স্বাধীনতা তুমি, চা খানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ।

স্বাধীনতা আমার, শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপিত চন্দ্রযান৩ পৃথিবীর কক্ষরেখা ছেড়ে চাঁদের মায়াপথে স্বপ্নের জাহিরি অহংকার।

স্বাধীনতা তুমি, কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা। 

স্বাধীনতা আমার, দেশীয় শিল্প প্রেমে মকবুল ফিদার সরস্বতী আর রামকিঙ্কর বেজের রবীন্দ্রনাথ সাধনায় একাত্মতার সিম্ফনি।

স্বাধীনতা তুমি, উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।

স্বাধীনতা আমার, পিছিয়ে পড়া উপজাতির পুত্রহারা এক দ্রৌপদীর রাষ্ট্রনায়ক উত্থানের প্রেরণার উপাখ্যান।

স্বাধীনতা তুমি, বোনের হাতের নম্র পাতায় মেহেদী রঙ।

স্বাধীনতা আমার, অদিতি স্বামীর মুঠোয় তীরধনুক ছিলার নিশানায় বিশ্বজয়ের সোনার মেডেলে চুমু খাওয়া।

স্বাধীনতা তুমি, বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।

স্বাধীনতা আমার, শাসক বিরোধীর তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে ঝলসে যাওয়া মনিপুরের জাতি দাঙ্গায় সর্বোচ্চ ন্যায়ালয়ের হস্তক্ষেপ।

স্বাধীনতা তুমি, গৃহিণীর ঘন খোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।

স্বাধীনতা আমার, সীতা বেহুলার স্বামী পরায়ন দেশে কল্পনা চাওলার একরাশ হাসি মুখে মহাকাশে চিরতরে টুকরো টুকরো হয়ে যাওয়া।

স্বাধীনতা তুমি, খোকার গায়ে রঙিন কোর্তা খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা।

স্বাধীনতা আমার, রনবীর সিংয়ের নগ্ন ফটোশুটে যুবকের ঠেকে তুফানি স্ক্যান্ডেলের তীব্র ছয়লাপ আর উরফি জাভেদের উন্মুক্ত পোষাকে যুবতীর দলে লেটেস্ট ট্রেন্ডির হুল্লোরে চর্চা।

তামাম দুনিয়ার শান্তির দূত মেরা ভারত মহান এখন যে চাঁদের মাটি স্পর্শ প্রজ্ঞানের তিরতির অপেক্ষারত। অপেক্ষায় মনিপুরের ভিটেতে নিশ্চয়ই মহান ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার উপাসনায়। হতেই পারে উর্দ্ধ গগণে বাজে মাদল নিম্নে উতলা ধরণীতল। তবু তবুও হে ভারতের স্বাধীনতা, স্বাধীনতা তুমি, স্বাধীনতা আমার। স্বাধীনতা যে তুমিই গো, স্বাধীনতা যে আমারই গো। আমাদের মুক্তির আজ যে একটাই মন্ত্র- একই আজাদি কা হামারা হাজার মহবৎ, বিবিধের মাঝে দেখো মিলন মহান। যার একটাই তন্ত্র- প্রজাতান্ত্রিক ভারতীয় যুক্তরাষ্ট্র। জয় হিন্দ। বন্দে মাতরম।

(www.theoffnews.com - Indian independence)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours