সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:

মেদ ঝরাতে শরীরচর্চা থেকে শুরু করে খাবারে কাটছাট সবকিছুই চলে সমানতালে। মেদ ঝরানোর এই প্রক্রিয়ার শুরুটাই হয়, সকালে হালকা গরম লেবু পানি পান দিয়ে।

মেদ তো কমাতে রোজ খেয়ে নেন এই পানীয়। তবে এই পানীয় আপনার ক্ষতি করছে নাতো? চলুন জেনে নিই:

রোজ লেবু পানি পানে তৈরি হয় প্রচুর গ্যাসের সমস্যা। এছাড়া পেটেও অন্যান্য সমস্যাও তৈরি হতে পারে। লেবুতে থাকা এসিড বমিভাবও তৈরি করে।

প্রতিদিন লেবু পানি পান করলে ক্ষতি হয় দাঁতের। লেবুতে থাকা অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করে দাঁত করে তোলে দুর্বল।

লেবু পানি পানে শরীরে পানি শূন্যতা তৈরি হতে পারে। লেবু পানি পানে প্রস্রাব বেড়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়। লেবুতে থাকা অ্যাসকরবিক এসিড মুলত মূত্রবর্ধক। এই এসিড ঘন ঘন প্রস্রাব উৎপাদন করে। এতে করে প্রস্রাব বেড়ে যাওয়ার সমস্যা তৈরি হয়।

(www.theoffnews.com - Bangladesh lemon water)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours