ফারজানা কবীর, লেখিকা, বাংলাদেশ:
একুশ মানে তাজা প্রানের রক্তের সরোবর,
একুশ মানে স্বাধীনতার বাধন ছেঁড়া পন,
একুশ মানে স্বৈরাচারীর মুখোশ খোলার পন,
একুশ মানে রাজপথে নেমে আসা দেশপ্রেমীদের ঢল,
একুশ মানে বুকে আঁকা দেশপ্রেমের অংকন,
একুশ মানে সন্তান হারা মায়ের হাহাকার,
একুশ মানে প্রেমিক হারানো প্রেমিকার আর্তনাদ,
একুশ মানে তপ্ত বুকে নিষ্ঠুর করাঘাত ,
একুশ মানে মায়ের ভাষার এক সমুদ্র সম্মান,
একুশ মানে সালাম, বরকত, রফিক, জব্বার,
একুশ মানে আমার তোমার জীবনের অহংকার,
একুশ মানে বাংলা ভাষার বিজয়ের জয়গান।।
(www.theoffnews.com - Bangladesh Ekushe February)
Post A Comment:
0 comments so far,add yours