সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:

বায়ু দূষণ, খাদ্য ভেজালসহ নানা বৈশ্বিক কারণে অল্প বয়সেই এখন চুল পেকে যাচ্ছে তরুণ-তরুণীদের। আর সেই চুল কালো করতে অনেকেই বেছে নেন বাজারের কেনা রং, এই রং ব্যবহারে চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। আরও দ্রুত সব চুল পেকে যায়।

আর একবার রং করার পর সাত থেকে ১০ দিনেই সাদা চুল বের হয়, ফলে আবারও চুলে রং দিতে হয়। 

এতো ঝামেলা থেকে রক্ষা পেতে বেছে নিন, প্রাকৃতিক উপায়। খুব সাধারণ আলু দিয়েই ফেরানো সম্ভব চুলের কালো রং। তো জেনে নিন কিভাবে আলুর রেমিডি বানানো যায়:

প্যানে এক কাপ আলুর খোসা দিন। তারপর দু’কাপ পানি নিন। আঁচ বাড়িয়ে ২০ থেকে ৩০ মিনিট ফুটতে দিন। এরপর নামিয়ে ঠাণ্ডা করে ছেকে শ্যাম্পুর বোতলে ঢেলে নিন। এবার ময়েশ্চারাইজিং শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ডাই চুলে দিন। এরপর তোয়ালে দিয়ে পেঁচিয়ে রাখুন। ১৫ মিনিট পর চুল থেকে তোয়ালে সরিয়ে, চুল শুকিয়ে নিন। এই ডাই এক সপ্তাহ ব্যবহার করলেই দেখবেন সাদা চুলগুলো কালো হতে শুরু করেছে।

(www.theoffnews.com - white hair black potato)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours