সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে রাতে জানালার কাচ ভেঙে একটি বাড়ি ঢুকে পড়ে চোর। পরে সকালে ক্ষতিপূরণের টাকা রেখে গিয়ে আলোচনার জন্ম দিয়েছে এক ‘মানবিক চোর’! ঘটনার রাতে হাড় কাঁপানো ঠাণ্ডা। তার উপর প্রচণ্ড তুষারপাত হচ্ছিল। একটি বাড়ি ফাঁকা দেখতে পেয়ে জানলা ভেঙে ঢুকে পড়ে চোর।
সেই বাড়িতে রাতে খাওয়াদাওয়া করে, টিভি দেখে, আরাম করে বিছানায় ঘুমিয়ে ভোরের আলো ফুটতেই বাড়ি ছেড়ে চম্পট দেন তিনি। যাওয়ার আগে বাড়ির মালিকের জন্য একটি কাগজে লিখে রেখে যান, ‘জানলার কাচ ভাঙার জন্য দুঃখিত।’ সেই কাগজের পাশেই নগদ প্রায় ১৭ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে রেখে দিয়েছিলেন তিনি।
এ ঘটনার পর সেই ‘চোরকে’ অবশ্য ধরে ফেলেছে পুলিশ। তার নাম ‘টেরাল ক্রিস্টেসন’। তিনি পুলিশকে জানিয়েছেন, প্রচণ্ড ঠাণ্ডার কারণে বাধ্য হয়েই ওই বাড়িতে ঢুকেছিলেন। কিন্তু জানালার কাচ ভেঙে ঢোকার জন্য তার মধ্যে একটা অপরাধবোধ কাজ করেছিল। তাই ক্ষতিপূরণ দিয়ে গেছেন। তিনি সত্যি বলছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
(www.theoffnews.com - Bangladesh America window glass)
Post A Comment:
0 comments so far,add yours