সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:
বানরের প্রজননে উৎসাহ দিতে এমনই অভিনব উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের দ্য ট্রেনথাম মাঙ্কি ফরেস্ট কর্তৃপক্ষ। ওই সংরক্ষণ কেন্দ্রের কর্মীরা জানিয়েছেন, সেখানে বারবারি ম্যাকাকু নামে বিশেয প্রজাতির বানরের বাসস্থান। মূলত উত্তর আফ্রিকা এবং জিব্রাল্টারে এদের দেখতে পাওয়া যায়। কিন্তু বিপুল পরিমাণে গাছ কাটা এবং চোরাচালানকারীদের জন্য বানরের সংখ্যা কমে গিয়েছে।
এখন বানরদের প্রজননের মরসুম। গান শুনিয়ে তাই বানরদের মন ভাল করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বনবিভাগ। একই সঙ্গে পুরুষ এবং স্ত্রী বানরদের প্রজননে উৎসাহ দেওয়া হচ্ছে।
সংরক্ষণ কেন্দ্রের অধিকর্তা ম্যাট লাভ বলেন, এই উদ্যোগ নিয়েছি বাঁদরদের জন্মহার বৃদ্ধির জন্য। উদ্যোগটি কতোটা কাজে লাগে তা নিয়ে একটা পরীক্ষানিরীক্ষাও চলছে।
(www.offnews.com - Bangladesh macaque monkey sex song tremtham monkey forest)
Post A Comment:
0 comments so far,add yours