দি ব্যুরো, দ্য অফনিউজ, কলকাতা:
চলতি বছরের জন্য দি ইনস্টিটিউট অফ চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়ার দুর্গাপুর শাখার চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন দীনেশ কুমার ভটিকা। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশাল কুমার আগরওয়াল। সেক্রেটারি পদে আসীন হয়েছেন অজয় কুমার বেহেরা। ট্রেজারার স্থানে এসেছেন শ্যামসুন্দর আগরওয়াল।
সম্প্রতি স্থানীয় এই সংস্থায় একটি বৈঠকে উক্ত পদগুলিতে এই ব্যক্তিদের স্থলাভিসিক্ত করা হয়। ওই অনুষ্ঠানে সদ্য-প্রাক্তন চেয়ারম্যান সন্দীপ সেনগুপ্ত বলেন, "আমি আশা করবো এই সংস্থা তার আপন গরিমায় এগিয়ে চলবে সাফল্যের সঙ্গে।"
নবনিযুক্ত চেয়ারম্যান মন্তব্য করেন, "এই সংস্থার অতীতের মূল্যবোধ মেনেই আমরা আগামীকালের অভিমুখে এগিয়ে চলবো।" এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থারই সাবেক চেয়ারম্যান পিন্টু আচার্য, অনুপ আগরওয়াল ও রহিতাস গুপ্ত।
(www.theoffnews.com - ICAI Durgapur branch committee)
Post A Comment:
0 comments so far,add yours