সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের আইডাহো অঙ্গরাজ্যের বোইস শহরের দ্বিতীয় শ্রেণির ছাত্র ডিলন হেলবিগ গত ডিসেম্বরে ডিলোনের বিদ্যালয়ের ছুটিতে বাড়িতে বসে নিজের নোটবুকে ‘ক্রিসমাস’ অ্যাডভেঞ্চার সম্পর্কে একটি ৮১ পৃষ্ঠার বই লেখে। বইটিতে হাতে আঁকা ছবিও রয়েছে। 

ডিসেম্বরের শেষে যখন তার দাদি তাকে বোয়েসের অ্যাডা কমিউনিটি লাইব্রেরির লেক হ্যাজেল শাখায় নিয়ে যান, তখন তিনি তার বইয়ের একমাত্র অনুলিপিটি কল্পকাহিনীর শিরোনাম সম্বলিত একটি শেলফে রেখে আসে। 

দুদিন পর হেলবিগের মা সুসান বইটি খুঁজতে হেলবিককে সঙ্গে নিয়ে ওই পাঠাগারে যান, কিন্তু বইটি পাননি। পাঠাগার কর্তৃপক্ষ পুরো ঘটনাটি উল্লেখ করে বইটির ছবি পাঠাগারের ফেসবুক পেজে আপলোড করে। বইটির নাম দেওয়া হয় দি অ্যাডভেঞ্চারস অব ডিলনস ক্রিসমাস। এরপর পাঠকদের মধ্যে তুমুল সাড়া পড়ে যায়।

(www.theoffnews.com - Bangladesh Amerika Dilon Helbig Christmas book)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours