সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:

সম্প্রতি ক্রিসমাস উপলক্ষে আইকিউ টেস্ট (একজন ব্যক্তির বুদ্ধিমত্তা, বিচক্ষণতা ও যুক্তিশক্তির পরীক্ষা) তথা 'মেনসা' টেস্টে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী আইনস্টাইনকে হারিয়েছে ব্রিটিশ কিশোর বার্নাবি সুইনবার্ন।

বার্নাবি এখন হাই আইকিউ সোসাইটির সদস্য। অনূর্ধ্ব-১৭ বিভাগে বার্নাবি সুইনবার্নের বর্ষসেরা স্কোর ১৬২। ধারণা করা হয় আইনস্টাইনের আইকিউ লেভেল ছিল ১৬০, বার্নবি ২ পয়েন্টে এগিয়ে যা অনেক সম্মানের।

বার্নাবির মা জিসেলিন জানান, বার্নাবি গণিত এবং রসায়ন পড়তে পছন্দ করে। সে ব্যবসায় আগ্রহী। বার্নাবির স্বপ্ন, সে একজন 'প্রোগ্রামার' হতে চায়। আমরা জানতাম সে স্মার্ট এবং যথেষ্ট স্মার্ট, কিন্তু সে তার বুদ্ধিমত্তা পরীক্ষা করতে পরীক্ষায় বসে।

(www.theoffnews.com - Barnaby Swinburn IQ Enstein)

Share To:

THE OFFNEWS

Post A Comment:

0 comments so far,add yours