দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:
শত বর্ষের প্রাচীন আলাপিনী মহিলা সমিতির বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো শান্তিনিকেতনের আনন্দ পাঠশালার গেটের সামনে। কারণ আনন্দ পাঠশালার জন্ম আলাপিনী সমিতির গর্ভ থেকেই।
পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। বিশ্বভারতীর ক্যাম্পাস চত্বরে সমিতির "নতুন বাড়ি" থেকে গৃহচ্যূত করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তারপর থেকেই পথই হলো আলাপিনী সমিতির ঘর। আগে মাটির তৈরি সেই গৃহেই তাদের সভা ও অনুষ্ঠান হতো। এই আলাপনী মহিলা সমিতির গঠন নিয়ে রবীন্দ্র পরিবারের বৌঠান দের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এমনকী নেতাজী সুভাষ চন্দ্র বসু ভ্রাতুষ্পুত্রী এই সমিতির সদস্যা ছিলেন। এছাড়া নোবেল জয়ী অমর্ত্য সেনের মাতা অমৃতা সেন ও এই সমিতির সদস্য ছিলেন।
আলাপনী মহিলা সমিতি সদস্য অর্পনা দাস মহাপাত্র জানান, বিশ্বভারতীর তাদের নতুন বাড়ি নিয়ে নেওয়ার পর পথের ধারে বসে বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান ও সভার কাজ অনুষ্ঠিত করতে হচ্ছে।
(www.theoffnews.com - Alapini Visva Bharati University)
Post A Comment:
0 comments so far,add yours