সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:
ব্রাজিলিয়ান নারী ইলাইন ডেভিডসন নিজেকে অন্যদের থেকে আলাদা ভাবেন। তার চিন্তা ধারা অন্যদের থেকে আলাদা। এর প্রমাণ দিতে পাল্টে ফেললেন নিজের চেহারাটাই। শরীরে অসংখ্য ফুটো করেছেন এই নারী। যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
ইলাইন নিজের শরীরে সর্বোচ্চ সংখ্যক পিয়ার্সিং করিয়েছেন। এজন্য রেকর্ডও দখল করে নিয়েছেন তিনি। ১৯৯৭ সালের জানুয়ারিতে তিনি প্রথম শরীরে ছিদ্র করেন। ২০১৯ সালের জানুয়ারিতে এই সংখ্যা দাঁড়ায় ১১ হাজার তিনটিতে। এসব ছিদ্রে নানা ধরনের গয়না পরে থাকেন তিনি।
শুধু ছিদ্রই নয়, শরীরে অসংখ্যবার ট্যাটুও করেছেন এ নারী। এমনকি জিহ্বার মধ্যেও বড় একটি ছিদ্র করেছেন তিনি। এসব কারণেই তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়েছেন। তবে থেমে নেই শরীরে ছিদ্র করা। এখনও তা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তার বয়স ৫৬ বছর।
(www.theoffnews.com - Brazilian Elaine Davidson)
Post A Comment:
0 comments so far,add yours