সাজিয়া আক্তার, রেসিডেন্সিয়াল এডিটর (বাংলাদেশ), দ্য অফনিউজ:
সুপারহিরো খ্যাত ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর দ্বিতীয় বিয়ে করেছেন। বুধবার (১১ আগস্ট) নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বিয়ের খবরটি জানিয়েছেন। ৭ জুলাই ঢাকার হোম ইকোনমিকস কলেজের শিক্ষার্থী তাসনুভা তাবাসসুম হৃদির সঙ্গে পারিবারিকভাবে গাঁটছাড়া বাঁধেন তিনি।
মাসখানেক আগে তার উত্তরার বাসায় বিয়ে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। করোনার কারণে ছিলো না তেমন কোনো আয়োজন। বর-কনে দুজনের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। শোবিজে নিলয়ের কয়েকজন বন্ধুও উপস্থিত ছিলেন।
নিলয় তার বিয়ে প্রসঙ্গে বিস্তারিত জানিয়ে বলেন, গত ৭ জুলাই আমাদের বিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ অনুভূতিও ভালো। সবার কাছে দোয়া চাই।
জানা গেছে, গত বছর হৃদির সাথে নিলয়ের ফেসবুকে পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়। দীর্ঘদিন প্রেম করার পর করোনার কারণে ঘরোয়া ভাবেই বিয়ে করেন তারা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বড় আয়োজনে অনুষ্ঠান হবে।
হৃদি পড়াশোনার পাশাপাশি নিজেকে লেখক, সাংবাদিক মনে করেন। প্রাতিষ্ঠানিক কোনো কার্যক্রমে যুক্ত না থাকলেও সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠনের গণ যোগাযোগের দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
এর আগে ২০১৬ সালে মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখকে বিয়ে করেছিলেন নিলয়। তবে সে সংসার বেশিদিন টিকেনি।
(www.theoffnews.com - Bangladesh Film Star Nilay marriage)
Post A Comment:
0 comments so far,add yours