দেবস্মিতা ধর, ফিচার রাইটার, কলকাতা:
'আমার রাত জাগা তারা'- প্রায় রোজ রাতে জানলায় এলে খুব দূর থেকে গানটা কানে আসে। চিন্তাগুলো তারার মতো সচল হতে থাকে। এটাকেই কি মেটাফরিক বলা যায়?? আসলে খুব ফ্রাস্ট্রেটেড হলে আমার খুব হাসি পায়। অবিরাম নিজের আয়না ভাঙতে ভাঙতে হাসতে থাকি। এক-একটা আয়না এক এক রকম 'আমি'-কে দেখায়। সুখী, সুখী মিষ্টি মুখ, কোঁকড়ানো চুল — রাগী রাগী অহংকারী — কোঁচকানো ভ্রু — মুষ্ঠিবদ্ধ হাত — বৃথা আস্ফালন — হাউহাউ কান্না —নির্দয়পন্থী.... ফেসবুক নামক রঙ্গমঞ্চে ভালো ভালো শব্দের ইমারত তৈরী করি না তা বছর খানেক হবে। কেন? হাসি পায়। আমি লিখব? এটা ভাবতেই এখন হাসি পায়। কি লিখব? কেন লিখব? প্রচণ্ড মেকি বৃত্তাবদ্ধতা আসে। উপপাদ্য মুখস্থ করেছিলাম। জ্যামিতিক আচরণ আসে না। অতএব....হাতে সেই শূণ্যই পরে থাকে। ঘরভর্তি নিরুপদ্রব, নির্ভেজাল শূণ্য। ঘরের এক কোণে অসুস্থ মানুষ। হলুদ মূত্রনালীর ইনফেকশনের সন্দেহ গিলে গিলে খাচ্ছে গোটা ঘর। গর্ভধারিণী হাবুডুবু খাচ্ছে জীবন নামক মাস্তুলটাকে ধরে। আমি সবকিছু টপকে তখন ঘরটা থেকে বেরোতে চাইছি। তখন স্বার্থপরতার কবিতা লিখেছিলাম। লিখতে চাইছিলাম। কিন্তু প্রকাশকের নাম 'ভালো থাকা' ছিল। আল্টিমেটলি উল্টোদিকের ফ্ল্যাটে 'মেরা জীবন কোরা কাগজ'-ই বাজলো।
জানি, জানি অনেক সময় আছে। সব আশাপূর্ণ এবং দামী কথার রেকর্ড ক্যাসেটে ভরে রাখা আছে। চালানোর টেপটাই শুধু নষ্ট এই যা। কলমের আর কিছু না থাক রাগ গেলার ক্ষমতা আছে। নইলেই - প্রেমিকের অতীতের কোনো ছবিতে কেন সে অগোছালো এবং নোংরা ছিল, কোন মেয়ে কাঠি করে কোনও শাস্তি না পেয়ে আমার চেয়েও এখন ভালো আছে, আমার রাস্তা ঝেঁটোনো ক্রিয়েটিভিটিগুলো শুধু নিটশে আর সার্ত্রের অভাবে কমেন্ট কম পেলো! – এসব লাইন করে দাঁড়াবে এবং আমি আরও বিবর্ণ হব। আসলে ওগড়ানোটা খুব জরুরি। নইলে বাইশ বছরের নৃত্য শিক্ষা থেকে এডিটিং - সব গুরুপাকে এমন ফ্যাতারু হবে না, কোনও ফ্রয়েড ও নাগাল ধরতে পাবে না। তাই বমিটা করুন। নাহলে হালটা ইনোবিহীন আমার মতো হবে। এখন প্রেমিককে হিংসায় হলুদ, পাশের বাড়িকে মারকুটে সজীব, ক্যাকটাসসম ছায়াচরাচরকে অহেতুক দামী অথরাইজড লাগে। সূর্য থেকে ভাঙা টুল সব্বাইকে এক যোগে দোষী বিড়বিড়য়েও 'দোষ কারোর নয় গো মা' গাইতে গাইতেই বুঝি নিজের ফেলা থুতুর ঠিক মধ্যিখানে বিজগুড়ি কাটতে কাটতে স্বখাত সলিলে ডুবছি। কিন্তু হাসিটা আর থামতেই চাইছে না। হাসতে হাসতে আমি ও ডুবে যাচ্ছি আমার চিন্তার মতো।
(www.theoffnews.com - metaphoric)
Post A Comment:
0 comments so far,add yours