দেবর্ষি মজুমদার, লেখক, বীরভূম:
টান টান উত্তেজনার পারদ ওঠা নামার মধ্যে শেষ হাসি হাসলেন তৃণমূল প্রার্থী আশীষ বন্দ্যোপাধ্যায়। পঞ্চমবারের জন্য বিজয়ী হলেন তিনি। সংসদীয় রীতিতে অবশ্যই এটা গর্বের বৈকি। তবে জয়ের মধ্যেও কাঁটা হয়ে থাকলো রামপুরহাট শহরে এবং পাশাপাশি নিজের ওয়ার্ডে পিছিয়ে থাকা। জানা গেছে, রামপুরহাট শহরে মোট ভোটের মধ্যে বিজেপির প্রাপ্য ভোট ২০১৮৪। তৃণমূল পেয়েছে ১৪১০৪। অর্থাৎ বিজেপি ৬০৮০ ভোটে শাসকদল থেকে এগিয়ে। তাহলে কি রামপুরহাট শহরে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ভোট কাজ করেছে? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। যদিও এটা হওয়ার কথা নয়, এমনটা বক্তব্য শাসকদলের। কারণ রামপুরহাট শহরে রাস্তাঘাট, পৌর স্বাস্থ্য কেন্দ্র, মেডিক্যাল কলেজ অনেক কিছুই হয়েছে। অন্যদিকে, রামপুরহাট পুরসভার মাত্র ১৮টি ওয়ার্ডের মধ্যে ৪,৯,১০, ১৭ সহ মোট চারটি ওয়ার্ডে তৃণমূল এগিয়ে। বাকি ১৪টি ওয়ার্ডে পিছিয়ে। সেখানে বিজেপি মাত দিয়েছে তৃণমূলকে। শুধু তাই নয়, এবার তৃণমূল প্রার্থী আশীষ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভাশীষ চৌধূরী ৫ নং ওয়ার্ডের বাসিন্দা। বরাবরই লোকসভায় নিজের ওয়ার্ডে বিজেপির কাছে হারেন তৃণমূল প্রার্থী। কিন্তু বিধানসভায় এ যাবৎ অর্থাৎ ২০০১ সাল থেকে কোন বার হারেননি। হারলেন ২০২১ সালে।
এই ওয়ার্ডটি দুটি পার্টে বিভক্ত- ৯৮ ও ৯৯। দেখা গেছে, ৯৮ পার্টে-তৃণমূল পেয়েছে ১৬৫। বিজেপি পেয়েছে ৩৫১ ও সিপিএম ১৯। ৯৯ পার্টে তৃণমূল পেয়েছে ১৪৩, বিজেপি ৩৭৩ ও সিপিএম ০৮। অর্থাৎ এই ওয়ার্ডে সাকূল্যে ৪১৬ ভোটে পরাজিত হয়েছে তৃণমূল। কিন্তু কেন? জানা গেছে, ১৯৮৭ সাল থেকে এই রামপুরহাট বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন কংগ্রেসের টিকিটে। কিন্তু জিততে পারেননি, দ্বিতীয় স্থানে ছিলেন। কিন্তু ১৯৯১ সাল থেকে বিজেপির উত্থান ঘটে। দ্বিতীয় স্থানে আসে বিজেপি প্রার্থী সত্যেন দাস। আর চার শতাংশ ভোটের ব্যবধানে জাতীয় কংগ্রেস প্রার্থী হিসেবে তৃতীয় স্থানে চলে আসেন আশীষ বন্দ্যোপাধ্যায়। ১৯৯৬ সালে ফের দ্বিতীয় স্থানে বিজেপি। একইভাবে তৃতীয় স্থানে কংগ্রেস প্রার্থী ত্রিদিব ভট্টাচার্য। ২০০১ সালে আশীষবাবু এই আসনে জয়ী হন ফব প্রার্থী তথা প্রাক্তন বিধায়ক মহঃ হান্নাকে হারিয়ে। কিন্তু রামপুরহাট শহরে বিজেপি এগিয়েই থাকতো বরাবর। তবে নিজের ওয়ার্ডে লোক সভায় হারলেও, বিধানসভায় এই ওয়ার্ডে আশীষবাবুর প্রথম পরাজয় ২০২১ সালে। অবশ্য এই ব্যাপারে আশীষ বন্দ্যোপাধ্যায়ের কোন বক্তব্য পাওয়া যায়নি। তিনি সার্বিক জয়কে গুরুত্ব দিয়ে বলেন, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়।
(www.theoffnews.com - Rampurhat election)
Post A Comment:
0 comments so far,add yours