অসীম সাহা, বিশিষ্ট সাংবাদিক ও প্রতিষ্ঠিত কবি, বাংলাদেশ:
আপনার সঙ্গে আমার যখন দেখা, তখন সকাল।
মেঘমেদুর বরষায় হিম হাওয়ার ভেতরে
‘এমন দিনে তারে বলা যায়’ গাইতে-গাইতে
আমাকে জাগিয়ে দিয়ে আপনি চলে গেলেন সুদূরের দিকে;
সেই একদিন আমি এক বাউলের একতারায়
নিজেকে দেখতে পেয়ে বিস্মিত হলাম।
তারপর, মধ্যাহ্নের উদাস অবসরে আমার একা ঘরে
আপনি এসে চেনা মানুষের মতো বসলেন;
শতাব্দীর একটি ধারালো সুতোর ওপর দিয়ে
আপনাকে কী করে অতিক্রম করতে হলো এক মহাসমুদ্র-
সেই কথা বলতে-বলতে আপনার নমিত মুখমণ্ডলে
একখণ্ড ঘন কালো মেঘ এসে জমা হলো;
এমনি করেই আমি আপনাকে আরো কাছে থেকে দেখলাম।
একবার মধ্যরাতে আপনি এলেন অন্ধকারের ভেতর থেকে
আরো এক অন্ধকার হয়ে;
আমি আপনার অস্তিত্বহীনতার স্বপ্নে শিউরে উঠে
আমার কবিতার দগ্ধ পাণ্ডুলিপির ওপর
এমনভাবে মুখ থুবড়ে পড়ে রইলাম যে, মনে হলো,
আমি আর ঐ-স্বপ্ন থেকে কোনোদিন জেগে উঠবো না।
অথচ আপনাকে দেখেই আমাকে জাগতে হলো
আপনাকে দেখেই কতোবার ভাঙতে হলো দেয়াল
নদীর স্রোতকে ঘুরিয়ে দিতে হলো ডান থেকে বাঁয়ে
নক্ষত্রপুঞ্জের দিকে তাকিয়ে থাকতে-থাকতে
মনে হলো, কোনোদিন আর ঘুমোতে হবে না আমাকে।
এখন আপনার সঙ্গে অনেকদিন আমার তেমন দেখা-সাক্ষাৎ নেই;
আমার বাড়ির ভেতর বাগান থেকে অনেক দূরে সরে গেছেন আপনি,
আমিও এখন আমার সম্মুখে তুলে রেখেছি
আকাশছোঁয়া এক দেয়াল,
আমার ফুলের ঝুড়ির সবটুকুই আমি ভরে রেখেছি আমার নিজস্ব ফুলে;
আমার এই শূন্য ঘরে আপনার জন্যে
‘এখন আর তেমন কোনো ঠাঁই নেই!
তবু নিয়তির মতো আমি আপনাকে
কিছুতেই অতিক্রম করতে পারি না কেন?
(www.theoffnews.com - Bangladesh poem Asim Saha Rabindranath Tagore)
Post A Comment:
0 comments so far,add yours